
গণমাধ্যম যে কোনো দেশের গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম ভিত্তি। বহু বছর বন্ধের পর নতুন করে প্রকাশনায় আসা এবং স্বাধীন মত প্রকাশের অধিকারকে সংরক্ষণ করে এবং শাসকগোষ্ঠীকে জবাবদিহিতার মধ্যে রাখবে বলে আশা করি। কোন সরকারই চাইলেই কোনো গণমাধ্যমকে তাদের ইচ্ছেমতো ব্যবহার করতে না পারে, চাইলে আবার ছুড়ে ফেলতে না পারে সেই দিকে কঠোর হওয়া জরুরী গনমাধ্যম কর্মীদের। আর সংস্কার হওয়া উচিত এটাই।বন্ধ হয়ে যাওয়া একটি গণমাধ্যম যখন ফিরে আসে, সেই আনন্দের অনুভূতি আসলে কেমন?
আমার দেশ" পত্রিকার বন্ধ হয়ে যাওয়া একসময় বিভিন্ন কারণের ওপর দায়ী করা হয়েছিল—কখনো রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, কখনো রাষ্ট্রীয় নিরাপত্তা, আবার কখনো ব্যক্তিগত বা দলীয় স্বার্থ। তবে এই কারণগুলো প্রায়শই প্রশ্নবিদ্ধ। বাংলাদেশে গণমাধ্যম নিয়ন্ত্রণের ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, রাজনৈতিক দল ও সরকার নিজেদের স্বার্থে গণমাধ্যমেগুলোকে ব্যবহার করেছে। বিশেষত, ক্ষমতাসীন দলের বিরুদ্ধে জোরালো সমালোচনা এলে সেই পত্রিকা বা চ্যানেল বন্ধ করার প্রবণতা দেখা যায়।
"আমার দেশ" পত্রিকার ফিরে আসা শুধু একটি পত্রিকার পুনর্জন্ম নয়; এটি মুক্ত মত প্রকাশের জয়ের প্রতীক। এটি প্রমাণ করে, সত্য ও ন্যায় কখনো দীর্ঘ সময়ের জন্য দমন করা যায় না। পত্রিকাটি ফিরে আসা শুধু একটি পত্রিকার নতুন অধ্যায় নয়; এটি মুক্ত মত প্রকাশের পথে একটি মাইলফলক। এই জয় উদযাপনের পাশাপাশি আমাদের সবাইকে সচেতন হতে হবে যেন ভবিষ্যতে আর কোনো গণমাধ্যমের কণ্ঠ রুদ্ধ না হয়।
কানাডা থেকে
রুবিনা ইয়াসমিন
সাংবাদিক