ওয়াশিংটন পোস্ট হতে একটি বিস্ফোরক প্রতিবেদন
বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রতিক ঘটনা নতুন প্রশ্ন উত্থাপন করছে। যুক্তরাষ্ট্রের কূটনৈতিক যোগাযোগ ও প্রাপ্ত অডিও রেকর্ডিং অনুসারে, ঢাকায় মার্কিন কূটনীতিকরা জামায়াতে ইসলামী সঙ্গে সম্পর্ক বাড়াতে আগ্রহী। নির্বাচন সামনে রেখে এই পদক্ষেপ কেবল রাজনৈতিক নয়, বরং আঞ্চলিক কূটনীতি ও অর্থনীতির ওপরও প্রভাব ফেলতে পারে।
জামায়াতে ইসলামী অতীতে নিষিদ্ধ হলেও বর্তমানে তারা রাজনৈতিক প্রেক্ষাপটে নিজেদের ভাবমূর্তি “মূলধারায়” ফিরিয়ে আনছে। দলটির দুর্নীতি প্রতিরোধ ও স্বচ্ছতার প্রস্তাব রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করেছে। তবে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক আগ্রহ, ভারতের উদ্বেগ এবং দেশের অর্থনীতির প্রভাব, সবই এই ঘটনাকে জটিল করে তুলেছে।
বিশেষজ্ঞরা মনে করেন, যুক্তরাষ্ট্রের পদক্ষেপ সরাসরি নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলে না, তবে আঞ্চলিক সম্পর্ক ও নিরাপত্তা বিষয়ক প্রশ্ন জাগায়। পোশাক ও রপ্তানি খাতের ওপর প্রভাব, জনগণের সচেতনতা ও রাজনৈতিক স্থিতিশীলতা, সবই এখন নজরদারির মধ্যে।
বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বোঝার জন্য এই ধরণের কূটনৈতিক যোগাযোগ এবং রাজনৈতিক পদক্ষেপ বিশ্লেষণ করা গুরুত্বপূর্ণ। দেশ ও অঞ্চলের স্থিতিশীলতা নিশ্চিত করতে নির্বাচনের স্বচ্ছতা, রাজনৈতিক পারদর্শিতা এবং আন্তর্জাতিক যোগাযোগের স্বচ্ছতা অপরিহার্য।
অনুষ্ঠিতব্য নির্বাচনে বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামপন্থী দলটি তাদের ইতিহাসের সেরা ফল করতে যাচ্ছে, এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা দলটির সঙ্গে যোগাযোগ বাড়াতে চাইছেন বলে জানা গেছে। দ্য ওয়াশিংটন পোস্টের হাতে আসা অডিও রেকর্ডিংয়ে এমন তথ্য উঠে এসেছে। জামায়াতে ইসলামী বাংলাদেশের ইতিহাসে একাধিকবার নিষিদ্ধ হয়েছে, সর্বশেষ শেখ হাসিনার শাসনামলে।
২০২৪ সালে ছাত্র আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন কড়া হাতে দেশ শাসনকারী এই প্রধানমন্ত্রী। ঐতিহ্যগতভাবে দলটি শরিয়াহ আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনার পক্ষে ছিল এবং নারীদের কর্মঘণ্টা কমিয়ে সন্তান পালনের দায়িত্ব পালনে উৎসাহিত করার কথা বলত। তবে সাম্প্রতিক সময়ে তারা নিজেদের ভাবমূর্তি নরম করার চেষ্টা করছে এবং বলছে, তাদের মূল লক্ষ্য এখন দুর্নীতি দূর করা। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা বদলানোর সঙ্গে সঙ্গে সেখানে থাকা মার্কিন কূটনীতিকরা পুনরুত্থানশীল এই ইসলামপন্থী আন্দোলনের সঙ্গে কাজ করতে আগ্রহী বলে ইঙ্গিত দিয়েছেন।
১ ডিসেম্বর ঢাকায় নারী সাংবাদিকদের সঙ্গে একটি রুদ্ধদ্বার বৈঠকে এক মার্কিন কূটনীতিক বলেন, দেশটি “ইসলামপন্থার দিকে ঝুঁকেছে” এবং ভবিষ্যদ্বাণী করেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জামায়াতে ইসলামী ইতিহাসের সেরা ফল করবে। এসব কথা অডিও রেকর্ডিংয়ে শোনা যায়। “আমরা চাই তারা আমাদের বন্ধু হোক,” বলেন ওই কূটনীতিক। তিনি উপস্থিত সাংবাদিকদের জিজ্ঞেস করেন, তারা কি জামায়াতের প্রভাবশালী ছাত্রসংগঠনের নেতাদের তাদের অনুষ্ঠানে আনতে রাজি হবেন? “আপনারা কি তাদের সঙ্গে কথা বলবেন? তারা কি আপনাদের শোতে আসবে?” নিরাপত্তার কারণে দ্য পোস্ট ওই কূটনীতিকের নাম প্রকাশ করেনি। তিনি জামায়াত শরিয়া আইন চাপিয়ে দেবে, এমন আশঙ্কাকে খাটো করে দেখান এবং বলেন, ওয়াশিংটনের হাতে যথেষ্ট চাপ প্রয়োগের ক্ষমতা আছে। “আমি একেবারেই বিশ্বাস করি না যে জামায়াত শরিয়া চাপিয়ে দিতে পারবে,” বলেন তিনি। যোগ করেন, দলটি উদ্বেগজনক কিছু করলে যুক্তরাষ্ট্র “পরদিনই তাদের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করবে।”
ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের মুখপাত্র মনিকা শি দ্য পোস্টকে বলেন, ডিসেম্বরের আলোচনাটি ছিল “রুটিন, অফ-দ্য-রেকর্ড আলোচনা।” তিনি জানান, সেখানে একাধিক রাজনৈতিক দল নিয়ে আলোচনা হয়েছে এবং “যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করে না; বরং যাকে জনগণ নির্বাচিত করবে, তার সঙ্গেই কাজ করবে।” জামায়াতে ইসলামীর মার্কিন মুখপাত্র মোহাম্মদ রহমান বলেন, “একটি ব্যক্তিগত কূটনৈতিক বৈঠকে করা মন্তব্যের প্রেক্ষাপট নিয়ে আমরা মন্তব্য করতে চাই না।” এই অপ্রকাশিত মন্তব্যগুলো বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ নিয়ে মার্কিন কূটনীতিকদের দৃষ্টিভঙ্গি স্পষ্ট করে। শেখ হাসিনার পতনের পর নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং আসন্ন নির্বাচনকে দীর্ঘদিনের অস্থিরতার পর একটি গণতান্ত্রিক মোড় হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, জামায়াতে ইসলামীকে ঘিরে যুক্তরাষ্ট্রের এই যোগাযোগ “যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে নতুন ফাটল তৈরি করতে পারে।” আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান বলেন, ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ইতিমধ্যেই নাজুক, পাকিস্তানের সঙ্গে সংঘাত, রাশিয়ার তেল কেনা, অসম্পূর্ণ বাণিজ্য চুক্তি ও মার্কিন শুল্ক নিয়ে মতবিরোধের কারণে। “ভারতের কাছে বহু বছর ধরে বাংলাদেশের সবচেয়ে বড় আতঙ্ক ছিল জামায়াত,” বলেন কুগেলম্যান।
ভারতের দৃষ্টিতে দলটি পাকিস্তানঘেঁষা এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি। তবে মনিকা শি বলেন, বাংলাদেশের নির্বাচন “যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কে বড় কোনো প্রভাব ফেলবে না।” উভয় সম্পর্কই “নিজ নিজ ভিত্তিতে দাঁড়িয়ে আছে।” জামায়াত মূলধারায় বাংলাদেশ ১৯৭১ সালে পাকিস্তান থেকে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভ করে।
এরপর দেশটি সামরিক অভ্যুত্থান, স্বৈরশাসন ও দুই প্রধান রাজনৈতিক দল, আওয়ামী লীগ ও বিএনপির পালাক্রমে শাসনের মধ্য দিয়ে গেছে। ভারত ও চীনের মতো আঞ্চলিক শক্তির সঙ্গে সম্পর্কের ভারসাম্য রক্ষা করাও বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ ছিল। বর্তমানে ভারত-বাংলাদেশ সম্পর্ক তলানিতে। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন। গত নভেম্বরে একটি ট্রাইব্যুনাল তাকে ১,৪০০ শিক্ষার্থী হত্যার দায়ে মৃত্যুদণ্ড দেয়। ভারত এখনো তাকে প্রত্যর্পণ করেনি। ঢাকার বৈঠকে ওই মার্কিন কূটনীতিক বলেন, “হাসিনার দণ্ডাদেশ রাজনৈতিকভাবে খুব বুদ্ধিদীপ্ত।” যদিও তিনি স্বীকার করেন ট্রাইব্যুনাল পুরোপুরি “স্বাধীন ও ন্যায্য” ছিল না, তবুও বলেন, “তিনি দোষী, এবং তারা তা প্রমাণ করেছে।” হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতা সাম্প্রতিক সময়ে উত্তেজনা আরও বাড়িয়েছে। এসব ঘটনার জেরে ভারত ও বাংলাদেশ একে অপরের ভিসা কার্যক্রম স্থগিত করেছে। অন্তর্বর্তী সরকার পরিস্থিতি স্বাভাবিক করা ও রাজনৈতিক রূপান্তরের চেষ্টা করছে।
ইউনূস বলেছেন, “বাংলাদেশ একটি পরিবার, আমাদের একে ঐক্যবদ্ধ করতে হবে।” তিনি জোর দিয়ে বলেছেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। বিশ্লেষকদের মতে, জামায়াতে ইসলামী ভালো ফল করবে। ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের গবেষক মুবারক হাসান বলেন, দলটি এখন “মূলধারায়” চলে এসেছে। জামায়াতের মুখপাত্র মোহাম্মদ রহমান বলেন, দলটির মূল প্রতিশ্রুতি হলো দুর্নীতিবিরোধী শাসন, স্বচ্ছতা ও জবাবদিহি। নারীদের কর্মঘণ্টা কমানোর প্রস্তাব এখনো প্রাথমিক পর্যায়ে এবং শরিয়া আইন বাস্তবায়নের কোনো পরিকল্পনা নেই। নির্বাচনে জামায়াতের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি। দলটি জিতলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারেন, যদিও তিনি জামায়াতকে জোটে নেবেন না বলে জানা গেছে।
২০২৪ সালের পর থেকে জামায়াতে ইসলামী চারবার ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে এবং ঢাকায়ও একাধিক বৈঠক হয়েছে। সম্প্রতি দলের আমির ভার্চুয়ালি মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গেও কথা বলেছেন। ঢাকায় ওই বৈঠকে মার্কিন কূটনীতিক জানান, জামায়াত ছাড়াও হেফাজতে ইসলাম ও ইসলামী আন্দোলনের মতো দলগুলোর সঙ্গেও যোগাযোগ হতে পারে। “আমরা চাই তারা আমাদের বন্ধু হোক, যাতে প্রয়োজনে ফোন করে বলতে পারি, ‘আপনারা যা বললেন, এর ফলাফল এমন হবে,’” বলেন তিনি। তিনি সতর্ক করে বলেন, জামায়াত ক্ষমতায় এসে যুক্তরাষ্ট্রবিরোধী নীতি নিলে বাংলাদেশের পোশাক শিল্প ক্ষতিগ্রস্ত হবে। “বাংলাদেশের অর্থনীতির বড় অংশ যুক্তরাষ্ট্রে রপ্তানির ওপর নির্ভরশীল। নারীদের কাজ সীমিত করা বা শরিয়া চাপিয়ে দিলে আর কোনো অর্ডার থাকবে না।” তবে কূটনীতিকের দাবি, “জামায়াত তা করবে না। দেশে অনেক শিক্ষিত ও সচেতন মানুষ আছে। আমরা তাদের স্পষ্ট করে জানিয়ে দেব কী হতে পারে।” তবুও বিশ্লেষকদের মতে, এতে ভারতের উদ্বেগ কমবে না।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
