ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

গ্যাস অনুসন্ধানে আরেকটি প্রকল্প অনুমোদন

অনুসন্ধান | অনলাইন ডেস্ক

(১ মাস আগে) ৯ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ১১:১৫ পূর্বাহ্ন

banglahour

দেশে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় গ্যাস অনুসন্ধানে আরেকটি প্রকল্প অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

এ প্রকল্পের অধীনে এবার সিলেটের জৈন্তাপুর ও গোলাপগঞ্জ উপজেলার ভুপিটিলা-১ ও কৈলাশটিলা-৯ নম্বরে দুটি কূপ খনন করা হবে। ৬৪৬ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে ২০২৬ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড ও বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়।


বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।

ঢাকার শেরে বাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

বিগত আওয়ামী লীগ সরকারের শেষ ছয় বছরে গ্যাস অনুসন্ধানে কোনও প্রকল্প অনুমোদন না দেওয়ায় প্রবল সমালোচনার মধ্যে বর্তমান সরকার পরপর দুই একনেক বৈঠকে গ্যাসের খোঁজে দুই প্রকল্প অনুমোদন দিল।

এর আগে গত ২৩ ডিসেম্বর সিলেটের রশিদপুর-১১ নম্বরে গ্যাস অনুসন্ধানে প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছিল।

একনেক বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “এই বৈঠকেও আমরা গ্যাস অনুসন্ধানে আরও দুটি কূপ খননের প্রস্তাব অনুমোদন দিয়েছি। এর আগের বৈঠকেও গ্যাস কূপ খননের প্রকল্প অনুমোদন দিয়েছি। এটা আমরা অব্যাহত রাখব।”


অতীত সরকারের নীতির সমালোচনা করে তিনি বলেন, “কেন জানি না বহুদিন আগ থেকেই এসব সম্ভাবনাময় গ্যাস ফিল্ডগুলোতে কোনও অনুসন্ধান হয়নি। তখন আমরা এলপিজি গ্যাস আমদানিতে ব্যস্ত ছিলাম।

“আমরা (দায়িত্বে এসে) লক্ষ্য করলে দেখবেন যে এই সম্ভাবনাময় যতগুলো গ্যাসকূপ খোলা যায় খোলার চেষ্টা করছি।”

তিনি বলেন, “গ্যাস পাওয়ার যেখানে সম্ভাবনাময় ক্ষেত্র, সেখানে আমরা চেষ্টা করছি। কিন্তু আমাদের নিয়ম হলো যে, সরকারি অর্থ ব্যয় করতে হলে সম্ভাবনাটা যাচাই-বাচাই করতে হবে। এবং সেটা করতে হবে একটা থার্ড পার্টি দিয়ে। বাপেক্স করলে হবে না। একটা নিরপেক্ষ কোম্পানি যদি বলে যে, এখানে গ্যাসের সম্ভাবনা বেশি, হয়তো তারা বাপেক্সের উপাত্তই ব্যবহার করবে। হয়তো তাদেরকেই কনসালট্যান্ট হিসেবে ব্যবহার করবে। তবুও একটা নিয়ম আছে তৃতীয় পক্ষের মূল্যায়ন করতে হয়।

“আমরা এই নিয়মের ব্যত্যয় করতে চাচ্ছি না বলেই আরও বেশি কূপ খনন করতে পারছি না। অথচ বিশেষে করে ভোলা অঞ্চলে প্রায় ৯০ শতাংশ সম্ভাবনা যে কূপ খুঁড়লে গ্যাস পাওয়া যাবে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পর যারা আসবে, তারা বলবে যে এই জায়গায় নিয়মনীতি ভঙ্গ হয়েছে। কাজেই আমরা এখনকার যে নিয়ম সেগুলো ভাঙতে চাচ্ছি না। ইচ্ছা করলে আমরা নতুন নিয়ম বানাতে পারি অধ্যাদেশ দিয়ে। কিন্তু সেগুলো আমরা করছি না।”

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com