
ঢাকা: শেখ মুজিবুর রহমানের শাসনামলে দেশে ১০ লাখ মানুষ না খেয়ে মারা গেছেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার সকালে রাজধানীতে কৃষি সাংবাদিকতা বিষয়ক এক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “শেখ মুজিবুর রহমানের ‘জুট চুক্তি’ ছিল একটি আত্মঘাতী সিদ্ধান্ত। এর ফলস্বরূপ, ১৯৭৪ সালে দেশব্যাপী দুর্ভিক্ষ দেখা দেয়, যা ১০ লাখ মানুষের মৃত্যুর কারণ হয়।”
বিগত আওয়ামী লীগ সরকারের মিথ্যা তথ্যের কারণে অন্তর্বর্তীকালীন সরকার বাজার নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
কৃষি উৎপাদনের বিভ্রান্তি
আওয়ামী লীগ সরকার বছরের পর বছর উৎপাদন বৃদ্ধির মিথ্যা তথ্য দিয়েছে বলে উল্লেখ করে শফিকুল আলম বলেন, “আলুর উৎপাদন কম হওয়ায় বাজারে সংকট সৃষ্টি হয়েছে। তবে আগের সরকার এটিকে বাম্পার ফলন হিসেবে উপস্থাপন করেছিল।”
আসন্ন বাজেট প্রসঙ্গে
প্রেস সচিব জানান, ২০২৫ সালের বাজেট জনবান্ধব হবে এবং সরকারি চাকরিজীবীদের মহার্ঘ্য ভাতা দেওয়ার সিদ্ধান্ত যৌক্তিকতার ভিত্তিতেই নেওয়া হয়েছে।
নির্বাচন ও সংস্কার প্রসঙ্গ
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই সংস্কার কমিশনের প্রতিবেদন চূড়ান্ত করা হবে বলে উল্লেখ করেন শফিকুল আলম। তিনি বলেন, “সরকার সংস্কারের মাত্রা নির্ধারণ করে নির্বাচনের তারিখ ঘোষণা করবে।”
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গে
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই বলে জানান প্রেস সচিব। তিনি বলেন, “দলটির নেতাদের মধ্যে যাদের হাতে রক্তের দাগ রয়েছে, তাদের বিচার হবে। তবে দল নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো।”
এই মন্তব্যগুলো আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে নতুন করে বিতর্ক সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।