
নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ভ্রাম্যমাণ দোকানের ওপর কঠোর নিষেধাজ্ঞা থাকলেও পঞ্চম দিনে এসে শতাধিক অবৈধ দোকান বসেছে। এতে পরীক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াতে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জনাকীর্ণ পয়েন্টে ভ্রাম্যমাণ দোকান বসেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগতরা এসব দোকান পরিচালনা করছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিক্রিয়া
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ.কে.এম. রাশিদুল আলম জানান, “বিগত কয়েকদিন আমরা কঠোরভাবে ভ্রাম্যমাণ দোকান নিয়ন্ত্রণ করেছি। তবে কিছু শিক্ষার্থীর অনুরোধে ক্যাফেটেরিয়ার ঢালে দোকান স্থাপনের জন্য সাময়িক অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু তারা নিয়ম ভেঙে বিভিন্ন জায়গায় দোকান বসিয়েছে, যা শীঘ্রই উচ্ছেদ করা হবে।”
যাত্রী ও অভিভাবকদের অভিযোগ
ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অভিযোগ করেছেন যে, এসব দোকানের কারণে চলাচলে বিঘ্ন ঘটছে। বিশেষ করে প্রধান ফটক, প্রশাসনিক ভবনের আশপাশ ও পরীক্ষাকেন্দ্রের প্রবেশপথগুলোতে অতিরিক্ত দোকানের কারণে যাতায়াতে সমস্যায় পড়তে হচ্ছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, দ্রুততম সময়ের মধ্যে এসব দোকান উচ্ছেদের জন্য অভিযান পরিচালনা করা হবে।