ঢাকা, ১৬ মার্চ ২০২৫, রবিবার, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

জবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে

শিক্ষা | অনলাইন ডেস্ক

(১ মাস আগে) ১৪ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার, ১০:২২ পূর্বাহ্ন

banglahour

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টা থেকে ‘ডি’ ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। প্রথম শিফিটের এ পরীক্ষা চলবে এক ঘন্টা। দ্বিতীয় শিফটের পরীক্ষা শুরু হবে বেলা সাড়ে ৩টায়।


এদিকে পরীক্ষা উপলক্ষে এদিন সকাল থেকেই আসতে থাকেন ভর্তিচ্ছুরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ‘ডি’ ইউনিটে মোট আবেদন করেছেন ২৪ হাজার ৯৫৬ জন ভর্তিচ্ছু, বিপরীতে আসন সংখ্যা ৫৯০টি। অর্থাৎ, প্রতি আসনের জন্য লড়বেন ৪২ জন ভর্তিচ্ছু। পরীক্ষায় বহুনির্বাচনি প্রশ্নের জন্য থাকবে ২৪ নম্বর এবং লিখিত পরীক্ষার জন্য থাকবে ৪৮ নম্বর।

পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসের ভেতরে ও বাইরে সুপেয় পানির ব্যবস্থা নিয়েছে। এছাড়া অভিভাবকদের জন্য বাহাদুর শাহ পার্কে ৫০০ চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। সন্তানদের পরীক্ষা উপলক্ষে উৎকন্ঠায় সময় পার করতে দেখা যায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকদের।


বরিশালের বাকেরগঞ্জ থেকে সন্তানকে পরীক্ষা দিতে নিয়ে আসা অভিভাবক জি এম হারুনার রশিদ বলেন, ছেলের প্রথম পরীক্ষা ছিলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আজ দ্বিতীয় পরীক্ষা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের। অনেক পরিশ্রম করেছে। আল্লাহ একটা ভালো রেজাল্ট দেবে ইনশাআল্লাহ।

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com