ঢাকা, ১৬ মার্চ ২০২৫, রবিবার, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

জাবিতে ঈদের আগেই অছাত্রদের হল ত্যাগের নির্দেশ

শিক্ষা | অনলাইন ডেস্ক

(৫ দিন আগে) ১০ মার্চ ২০২৫, সোমবার, ৭:০২ অপরাহ্ন

banglahour

পবিত্র ঈদ-উল-ফিতরের আগেই ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগ করার নির্দেশ দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষ।

রোববার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ৬ ফেব্রুয়ারি ২০২৪ এবং ১৮ অক্টোবর ২০২৪ তারিখে প্রচারিত অফিস আদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহে অবস্থানকারী যেসব শিক্ষার্থীর স্নাতকোত্তর পরীক্ষা শেষ হয়েছে তাদেরকে হল ত্যাগ করার জন্য অনুরোধ করা হয়। উক্ত অফিস আদেশসমূহের ফলে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে অবস্থানকারী যেসব শিক্ষার্থী হল ত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদেরকে ধন্যবাদ জানিয়েছে।

এতে উল্লেখ করা হয়, বর্তমান পরিস্থিতিতে প্রভোস্ট কমিটির ২ মার্চে অনুষ্ঠিত সভার সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন জাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫ সুষ্ঠুভাবে সম্পন্ন করার উদ্দেশে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে অবস্থানকারী যেসব শিক্ষার্থীর এরমধ্যে স্নাতকোত্তর পরীক্ষা শেষ হয়েছে তাদেরকে স্ব-স্ব হল ত্যাগ করার জন্য নির্দেশ দেওয়া হলো।

অফিস আদেশে আরও বলা হয়, শিক্ষার্থীরা ঈদ-উল-ফিতরের আগেই হল ত্যাগ না করলে ছুটির পর হল প্রশাসন সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে।

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com