ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

ফ্রি ফায়ার গেম খেলাকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ১ ফেব্রুয়ারি ২০২৩, বুধবার, ২:৫৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:৫৪ অপরাহ্ন

banglahour

বাগেরহাট: ফ্রি ফায়ার গেম খেলাকে কেন্দ্র করে বন্ধুর হাতে খুন হওয়া কিশোর সাব্বির (১৫) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পিবিআই বাগেরহাট জেলা।  ঘটনার সহিত জড়িত তদন্তে প্রাপ্ত আইনের সাথে সংঘাতে জড়িত কিশোর ফেরদৌসকে আটক করা হয়েছে।  

৩০ জানুয়ারি সোমবার বিকাল সাড়ে ৩ টায় নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন মেঘনা ব্রীজ সংলগ্ন এলাকা থেকে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে।   

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফেরদৌস জানায়, ফ্রি ফায়ার খেলায় ভিকটিম সাব্বির (১৫) ফেরদৌসের নিকট পরাজিত হয়ে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। ফেরদৌস উপযুক্ত প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করে। পূর্ব পরিকল্পনা মোতাবেক গত ৯ জানুয়ারী সাব্বিরকে ডেকে নিয়ে আসে। গ্যারেজের মধ্যে বসে সাব্বির গেম খেলা অবস্থায় ফেরদৌস পিছন থেকে গামছা গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ গ্যারেজের খাটের পাশে কম্বল দিয়ে ঢেকে রাখে।

এ বিষয়ে পুলিশ সুপার পিবিআই বাগেরহাট জেলা মহোদয় জানান, মামলাটি পিবিআই এর তফসিল ভূক্ত হওয়ায় আমরা মামলাটি স্ব-উদ্যোগে গ্রহণ করি। আমরা ঘটনার সহিত জড়িত কিশোর মোঃ ফেরদৌসকে আটক করি। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে ফেরদৌস বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় ফৌঃ কাঃ বিঃ আইনের ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে।  

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com