
বর্তমান আর্থ-সামাজিক প্রেক্ষাপটে ইন্স্যুরেন্স খাত শুধুমাত্র আর্থিক সুরক্ষা নয়, বরং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এই ধারাবাহিকতায় আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সাধারণ মানুষের জন্য জীবন বীমা সেবাকে আরও সহজলভ্য করতে কাজ করছে। মঙ্গলবার (৯ জুলাই) ঢাকার ধামরাইয়ে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের জীবন বীমা প্রতিষ্ঠান আস্থা লাইফ ইন্স্যুরেন্স এর ধামরাই শাখার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহ সগিরুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত আস্থা লাইফ ইন্স্যুরেন্স মাঠ পর্যায়ের প্রতিটি সদস্যকে সেনাবাহিনীর শৃঙ্খলা, নিষ্ঠা ও মানবসেবার আদর্শে গড়ে তুলে জীবন বীমার সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কাজ করছে। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, আস্থা লাইফ ইন্স্যুরেন্স ‘নতুন ধারার বীমা’ স্লোগান নিয়ে সেবার মাধ্যমে সাধারণ মানুষের মাঝে জীবন বীমা নিয়ে আস্থা ফিরিয়ে আনছে। প্রতিশ্রুতি রক্ষা, স্বচ্ছতা এবং বীমা দাবির দ্রুত পরিশোধে প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই একটি রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধামরাই থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম, আস্থা লাইফের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান সামিরা ইউনুস, সেলস ম্যানেজার লাভলু হোসেন, নিসচা ধামরাই শাখার সভাপতি নাহিদ মিয়া, স্থানীয় পত্রিকা ও টিভি চ্যানেলের সাংবাদিকবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।