ঢাকা, ১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটির ঝুলন্ত সেতু ২৯ দিন ধরে পানির নিচে, রাজস্ব আয় বন্ধ

অর্থনীতি | রাঙ্গামাটি প্রতিনিধি।

(২ সপ্তাহ আগে) ২৭ আগস্ট ২০২৫, বুধবার, ২:৩৬ অপরাহ্ন

banglahour

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতে কাপ্তাই হ্রদের পানি বেড়ে রাঙ্গামাটির পর্যটন আকর্ষণ ঝুলন্ত সেতুটি ২৯ দিন ধরে পানির নিচে ডুবে রয়েছে। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ সেতুতে চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভ্রমণপিপাসুরা হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

প্রতিদিন গড়ে ৩০ থেকে ৪০ হাজার টাকার রাজস্ব আয় হয় এই সেতু থেকে। কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার।

রাঙ্গামাটি পর্যটনের মূল আকর্ষণ ৩৩৫ ফুট দৈর্ঘ্যের দৃষ্টিনন্দন ঝুলন্ত সেতুটি। ১৯৮৫ সালে নির্মিত এ সেতুতে প্রতিবছর পাঁচ লাখের বেশি দেশি-বিদেশি পর্যটক ভ্রমণ করেন। জনপ্রতি ২০ টাকা প্রবেশ ফি থেকে বছরে আয় হয় প্রায় ৬০ থেকে ৯০ লাখ টাকা।

তবে কয়েক বছর ধরে বর্ষা মৌসুমে কাপ্তাই হ্রদের পানি বাড়লেই সেতুটি দুই থেকে তিন মাস পানির নিচে ডুবে থাকে। দর্শনার্থীদের দাবি থাকলেও এখনো পর্যন্ত এর স্থায়ী সমাধানে উদ্যোগ নেওয়া হয়নি। গেল ৩০ জুলাই পানি বৃদ্ধি পাওয়ায় সেতুতে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়, যা আজ পর্যন্ত চলমান।

রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, গেল ৩০ জুলাই সেতু ডুবে যাওয়ায় পর্যটকদের নিরাপত্তায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তবে একই স্থানে একটি আধুনিক সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যটন মন্ত্রণালয় থেকে রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডকে ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে। নতুন সেতু হলে এই সমস্যার আর পুনরাবৃত্তি হবে না।

কাপ্তাই হ্রদের পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট মিন সি লেভেল (এমএসএল)। তবে পানি ১০৭ ফুট হলেই ডুবে যায় পর্যটনের অন্যতম আকর্ষণীয় এই ঝুলন্ত সেতুটি।

অর্থনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম , +৮৮০১৭৭৮০০৪৭০০,contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com