ঢাকা, ১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঘাঘট নদী থেকে শিক্ষিকার লাশ উদ্ধার

সারাদেশ | গাইবান্ধা প্রতিনিধি

(৯ ঘন্টা আগে) ১৬ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, ৫:৪১ অপরাহ্ন

banglahour

গাইবান্ধায় ঘাঘট নদী থেকে তাসমিন আরা নাজ (৪৩) নামের এক শিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার পূর্ব কোমরনই এলাকায় নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত তাসমিন আরা নাজ গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের পূর্ব কোমরনই মিয়াপাড়ার মৃত নাজির হোসেনের মেয়ে। তিনি গাইবান্ধা এনএইচ মডার্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে কয়েকজন স্থানীয় বাসিন্দা নদীতে গোসল করতে গিয়ে লাশটি দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। নিহতের মা মোছা. হাসনা হেনা বেগম লাশ শনাক্ত করেন।

পরিবারের দাবি, তাসমিন আরা দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। মঙ্গলবার সকালে সবার অগোচরে তিনি নদীতে নামেন এবং সেখানেই মৃত্যুবরণ করেন।

তবে স্থানীয় একটি সূত্র জানিয়েছে, শিক্ষিকা তাসমিন আরা দীর্ঘদিন ধরে শিক্ষকতায় যুক্ত ছিলেন এবং এলাকায় একজন সৎ ও পরিশ্রমী শিক্ষক হিসেবে পরিচিত। সম্প্রতি তাঁর বিয়ে নিয়ে আলোচনা চলছিল, তবে তিনি বিয়েতে রাজি ছিলেন না। এ কারণে তাঁর মৃত্যু রহস্যজনক বলে মনে করছে এলাকাবাসী।

সদর থানার ওসি (অপারেশন) আবু ইকবাল পাশা জানান, নিহতের পরিবার জানিয়েছে প্রায় ১০ বছর ধরে তাসমিন আরা মানসিক রোগে ভুগছিলেন। লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম , +৮৮০১৭৭৮০০৪৭০০,contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com