
শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) আয়োজনে এক মতবিনিময় সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সিসিক প্রশাসক ও বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।
সভায় তিনি বলেন, “বাংলাদেশ সহস্রাব্দের সাম্প্রদায়িক সম্প্রীতির জ্বলন্ত দৃষ্টান্ত। এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে উৎসব পালন করে আসছে, যা আমাদের জন্য গর্বের বিষয়। পূজার সময় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সিসিক বদ্ধপরিকর।”
সভায় নগরীর ৮০টি পূজামণ্ডপে প্রতিটি ৩০ হাজার টাকা করে মোট ২৪ লাখ টাকা এবং জৈনপুরস্থ শ্রীশৈল শক্তিপীঠে কুমারী পূজার জন্য ১ লাখ টাকা অনুদান দেওয়া হয়।
সভায় প্রশাসকের দিকনির্দেশনা:
পূজামণ্ডপে আলোকসজ্জা, বর্জ্য অপসারণ ও সড়ক সংস্কারে নির্দেশনা।
বিসর্জনের সময় শৃঙ্খলা বজায় রাখা ও স্থান পরিষ্কার রাখা।
নগর জুড়ে সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি।
পূজা উপলক্ষে সার্বক্ষণিক কন্ট্রোল রুম ও হটলাইন চালু।
প্রতিটি মণ্ডপে নারী ও পুরুষের জন্য পৃথক প্রবেশ-প্রস্থানের ব্যবস্থা।
সভায় উপস্থিত ছিলেন:
সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ
হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা
মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মলয় পুরকায়স্থ, সাধারণ সম্পাদক চন্দন দাশ
জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ চয়ন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ
এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মু. মাসুদ রানা
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার
সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।