ঢাকা, ৩ অক্টোবর ২০২৫, শুক্রবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বিশ্ব রাজনীতি: সংঘাত, ক্ষমতার পালাবদল ও নতুন জোটের খেলা

অনুসন্ধান | বিশেষ প্রতিবেদন

(১ সপ্তাহ আগে) ২০ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ৮:০২ পূর্বাহ্ন

banglahour

বিশ্ব রাজনীতির অঙ্গন আজ এক জটিল পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। বৈশ্বিক অর্থনীতি, সামরিক প্রতিযোগিতা, আঞ্চলিক সংঘাত এবং কূটনৈতিক পুনর্বিন্যাস সব মিলিয়ে আন্তর্জাতিক অঙ্গন ক্রমশ অস্থির হয়ে উঠছে।

যুক্তরাষ্ট্র ও চীন প্রতিদ্বন্দ্বিতা
মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নতুন উচ্চতায় পৌঁছেছে। বাণিজ্যযুদ্ধ থেকে শুরু করে দক্ষিণ চীন সাগর ইস্যু, প্রতিটি ক্ষেত্রেই মুখোমুখি অবস্থান নিচ্ছে এই দুই পরাশক্তি। প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতে প্রতিযোগিতা বিশ্ব অর্থনীতিকে সরাসরি প্রভাবিত করছে।

রাশিয়া ও ইউরোপের দ্বন্দ্ব
ইউক্রেন যুদ্ধ ইউরোপের রাজনীতিকে পাল্টে দিয়েছে। রাশিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলোর সম্পর্ক একেবারেই তলানিতে গিয়ে ঠেকেছে। ন্যাটো জোট শক্তিশালী হলেও জ্বালানি সংকট ও অর্থনৈতিক চাপ ইউরোপীয় দেশগুলোকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

মধ্যপ্রাচ্যের অস্থিরতা
মধ্যপ্রাচ্যে সংঘাত ও জোট পুনর্গঠনের খেলা চলছে। ইরান ও ইসরায়েলের দ্বন্দ্ব, গাজা সংকট এবং সৌদি আরবের আঞ্চলিক নেতৃত্বের প্রচেষ্টা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলছে। এর সঙ্গে জড়িত বৈশ্বিক জ্বালানি বাজার।

দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপট
ভারত, পাকিস্তান ও বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোও আন্তর্জাতিক রাজনীতির প্রভাব থেকে মুক্ত নয়। ভারত তার কূটনৈতিক অবস্থান শক্ত করতে একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করছে, অন্যদিকে রাশিয়া ও ইরানের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখছে। বাংলাদেশও এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ভূ-রাজনৈতিক প্রতিযোগিতায় কৌশলগত অবস্থান ধরে রাখতে চাইছে।

আফ্রিকা ও লাতিন আমেরিকা
চীন ও রাশিয়া আফ্রিকা ও লাতিন আমেরিকায় তাদের প্রভাব বিস্তার বাড়াচ্ছে। এতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের পুরনো প্রভাবশালী অবস্থান চ্যালেঞ্জের মুখে পড়ছে।


বিশ্ব রাজনীতির অস্থিরতা ভবিষ্যতের বৈশ্বিক অর্থনীতি, নিরাপত্তা এবং জলবায়ু নীতিতেও প্রভাব ফেলবে। একদিকে প্রতিদ্বন্দ্বিতা, অন্যদিকে কূটনৈতিক সমঝোতা- এই দ্বৈত বাস্তবতাই আগামী দিনের বিশ্ব রাজনীতিকে নির্ধারণ করবে।

 

ছবি সূত্র: বিবিসি
তথ্যসূত্র: আন্তর্জাতিক গনমাধ্যম 

অনুসন্ধান থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম , +৮৮০১৭৭৮০০৪৭০০,contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com