ঢাকা, ৩০ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গায় বাস্ততান্ত্রিক কৃষি সম্প্রসারণের লক্ষ্যে কোষাঘাটায় প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত

অর্থনীতি | রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি

(১ দিন আগে) ২৯ অক্টোবর ২০২৫, বুধবার, ৯:৫৪ পূর্বাহ্ন

banglahour

চুয়াডাঙ্গায় বাস্ততান্ত্রিক কৃষি সম্প্রসারণের লক্ষ্য দামুড়হুদা উপজেলার কোষাঘাটার ওয়েভ ফাউন্ডেশনের গো-গ্রীন সেন্টারে প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল ৫টায় এগ্রো ইকোলজিক্যাল প্রকল্পের আয়োজনে ও পিকেএসএফের সহায়তায় এ প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়। 
ওয়েভ ফাউন্ডেশনের জ্যেষ্ঠ  সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধের সভাপতিত্বে ও এগ্রো ইকোলজিক্যাল প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা জুয়েল রানা সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মাসুদুর রহমান। 
শুভেচ্ছা বক্তব্য রাখেন মাঠ সমন্বয়কারী কৃষিবিদ মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিটিভির জেলা প্রতিনিধি রিফাত রহমান, ৭১ টিভির জেলা প্রতিনিধি এম.এ.মামুন, ওয়েভ ফাউন্ডেশনের ঋণ কর্মসূচির আঞ্চলিক সমন্বয়কারী তারিকুল ইসলাম, স্মার্ট প্রকল্পের সমন্বয়কারী সরোয়ার হোসেন শুভ, ইউনিটের কৃষিবিদ ফয়সাল মাহমুদ, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.আবু সুফিয়ান, মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান সাঈদ প্রমূখ। প্রদর্শনী ও মাঠ দিবসে বিভিন্ন অঞ্চল থেকে কৃষক-কৃষাণী, মৎস্য চাষী, প্রকল্প কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। অনুষ্ঠানে সফল চাষিরা তাদের সফলতার গল্প তুলে ধরেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সফল কৃষকরা এখন একক ফসলের পরিবর্তে একই জমিতে একাধিক ফসল করছে এতে করে জমির সর্বোচ্চ ব্যবহার হচ্ছে এবং আগাছা দমন হচ্ছে। স্বল্প সময় ফসল উত্তোলন করা যাচ্ছে এবং মাটিতে উপকারী ব্যাকটেরিয়াও যোগ হচ্ছে। ফসলের  আসলও শেষটা অংশ গোখাদ্য হিসেবে ব্যবহার হচ্ছে।

অর্থনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম , +৮৮০১৭৭৮০০৪৭০০,contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com