ঢাকা: পেশাগত দক্ষতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বৃদ্ধিতে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বনভোজন ও সাংবাদিকদের মিলনমেলা।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে পদ্মা নদীর তীরবর্তী মাওয়ায় এ আয়োজন অনুষ্ঠিত হয়। আনন্দঘন এই আয়োজনে মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে কর্মরত শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি ছিল সাংবাদিকদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও পেশাগত সম্পর্ক আরও দৃঢ় করার এক অনন্য উপলক্ষ। বনভোজন ছাড়াও আয়োজনে ছিল নানা ধরনের বিনোদনমূলক প্রতিযোগিতা, র্যাফেল ড্র, সাংস্কৃতিক পরিবেশনা ও মুক্ত আড্ডা। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উচ্ছ্বাস, হাস্যরস ও আনন্দের ছোঁয়া। 
আয়োজকরা জানান, পেশাগত ব্যস্ততার বাইরে সাংবাদিকদের জন্য এমন আয়োজন কেবল বিনোদনের নয়, বরং পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করার সুযোগ সৃষ্টি করে। অনুষ্ঠান শেষে র্যাফেল ড্রতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উপস্থিত সাংবাদিকরা এমন আয়োজনের প্রশংসা করে কর্তৃপক্ষকে মাঝেমধ্যে মিলনমেলা আয়োজনের আহ্বান জানান।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
