ঢাকা, ৩০ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বাঘাইছড়ির মারিশ্যার উলুছড়ি আনসার ক্যাম্প উদ্বোধন করলেন মারিশ্যা জোন কমান্ডার

জাতীয় | রাঙ্গামাটি প্রতিনিধি

(৬ ঘন্টা আগে) ৩০ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ২:১৪ অপরাহ্ন

banglahour

২৪ পদাতিক ডিভিশনের অধীনে পার্বত্য অঞ্চল সমূহে অপারেশন উত্তোরনের আওতায় সকল আইন-শৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে। তারই ধারাবাহিকতায় ২৪ পদাতিক ডিভিশন জিওসি এর নির্দেশনা ও সেনা রিজিয়ন কমান্ডার, খাগড়াছড়ি এর দিকনির্দেশনা মোতাবেক বরাদ্দকৃত অর্থ দ্বারা মারিশ্যা জোনের আওতাধীন বাঘাইছড়ির মারিশ্যা আনসার ব্যাটালিয়ন (১৩ এবিএন) এর উলুছড়ি আনসার ক্যাম্পের অত্যন্ত জরাজীর্ণ আবাসনগুলি সংস্কার করা হয়েছে। 
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি কর্তৃক ফিতা কেটে শুভ উদ্বোধন করেন। এসময় মারিশ্যা জোনের সুবেদার মেজর, উলুছড়ি ক্যাম্প কমান্ডার ও ক্যাম্পে উপস্থিত সকল আনসার, পুলিশ সদস্যসহ আমন্ত্রিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্যাম্প উদ্বোধন শেষে, মারিশ্যা জোন (২৭ বিজিবি) কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, জিওসি মহোদয়ের নির্দেশনা মোতাবেক উলুছড়ি আনসার ক্যাম্প এর সকল স্থাপনা মেরামত/সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে এবং আমরা ভবিষ্যতেও মারিশ্যা জোনের আওতাধীন পিছিয়ে থাকা ক্যাম্পগুলো সংস্কার কার্যক্রমের মাধ্যমে আরো সুন্দর বসবাসযোগ্য বাসস্থানে পরিনত করতে পারবো, যেখান থেকে আভিযানিক এবং প্রশাসানিক কার্যক্রম সন্দুরভাবে সম্পন্ন করা সম্ভব। তিনি বলেন, উলুছড়ি আনসার ক্যাম্পটি পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখতে বিজিবি, সেনাবাহিনী ও পুলিশের সাথে একত্রে অপারেশনাল কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জোন কমান্ডার আশাবাদ ব্যক্ত করেন।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম , +৮৮০১৭৭৮০০৪৭০০,contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com