ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

ভোলা কন্দকপুর বাসীর নির্যাতনের প্রতিকার চায় মেহেন্দিগঞ্জ সীমান্তবর্তী এলাকার মানুষ

সারাদেশ | আবদুর রহমান নাঈম

(১ বছর আগে) ৭ মার্চ ২০২৩, মঙ্গলবার, ৩:১৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:২২ অপরাহ্ন

banglahour

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ইলিশা নদীর পুর্ব প্রান্তে অবস্থিত ৯নং ওয়ার্ড বাহাদুরপুরের ২০ বছর আগের সরকারী নির্মিত আদর্শ গ্রামের মেহেন্দিগঞ্জ মৌজায় বসবাসকারী দারিদ্র কবলিত নারী পুরুষ শিশু কিশোর-কিশোরী ভোলা কন্দকপুরের রাজাপুর ইউনিয়নের লোকজন কর্তৃক বহু বছর ধরে নির্যাতিত হয়ে হয়ে আসছে। তার প্রতিবাদে মানববন্ধন করেছে অত্র এলাকার সর্বস্তরের মানুষ।
সোমবার (৬ মার্চ) উপজেলার রুকুন্দি ও বাহাদুরপুরের নির্যাতীত নিপীড়িত মানুষ এ মাববন্ধন করে।

মানববন্ধনে বক্তরা বলেন, ভোলার রাজাপুরের লোকজন আমাদের ঘড় বাড়ির উপর আক্রমন করে। গাছ কেটে নেয়, গরু বাছুর লুটতরাজ করে, চাঁদাবাজি ও মারধর করে আমাদের সম্পদ নিয়ে যায়। তাদের অত্যাচারে স্কুলগামী মেয়েরা ইভটিজিং থেকেও রক্ষা পায় না। তারা অভিযোগ করেন মধ‍্যযুগীয় বর্বরতা চালায় মেহেদিগঞ্জে সীমানায় ডুকে কন্দকপুরের নুরু হাওলাদার, সবুজ সরদার, লিটন ভান্ডারী, ইউসুফ সরদার, মাতুব্বর জাহের সরদার, দুলাল খন্দকার, মেদুয়ার জাহের, ডা: মাহবু সরদাররা।

জানা যায়, দীর্ঘ দুই বছর যাবৎ নির্যাতনের মাত্রা বেড়েই চলছে ভোলা মেহেন্দিগঞ্জ সীমান্তবর্তী এলাকায়। তাদের অত্যাচারে অতিষ্ট গ্রামবাসীর অভিযোগ ভোলাবাসী আমাদের ১০০ মত গরু চুরি করেছে। গাছ কাটলেও তাদের টাকা দিতে হয়, পুকুরের মাছ নিয়ে যায়। মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন এরা সকলেই বর্তমান চেয়ারম‍্যান মিঠু চৌধুরীর লোক।

ভোলার রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম‍্যান মিঠু চৌধূরীরর বিরুদ্ধে মেহেন্দিগঞ্জ সীমান্তবর্তী এলাকার মানুষের নির্যাতনের অভিযোগে দীর্ঘদিনের। এই বিষয়ে চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, এখানের সাংবাদিক থাকতে বরিশাল থেকে কেন আসছেন পরে কথা বলবো আমি ভোলা এক মিটিংয়ে আছি এসব বলে ফোন কেটে দেন।

ভোলা কন্দকপুর বাসীর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেন মেহেন্দিগঞ্জের বাহাদুরপুরের আদর্শ গ্রামের নির্যাতিত নারী-পুরুষসহ সর্বস্তরের মানুষ। তারা স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসনসহ এই সমস্যা সমাধানের জন্য বিনীত আবেদন জানান।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com