আগামী নির্বাচিত সংসদের কাছে তারুণ্যের প্রত্যাশা এবং রাষ্ট্র সংস্কারে জেন জি’র ভাবনা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের চন্ডীপুলে কুশিয়ারা সেন্টারে শাহ ইকবাল চিশতী ওয়েলফেয়ার ট্রাস্ট, ইউকে’র উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট-৩ আসনে বিএনপির প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক) বলেন, সিলেট থেকে ঢাকায় যাতায়াতে অতিরিক্ত সময় লাগা বর্তমান যোগাযোগ ব্যবস্থার দুর্বলতারই প্রতিফলন। জনগণের ভোগান্তি কমাতে যোগাযোগ ব্যবস্থাকে দ্রুত আধুনিক ও উন্নত করা জরুরি।
তিনি বলেন, সিলেট অঞ্চলের রাস্তাঘাট, সেতু ও অবকাঠামোগত যে উন্নয়ন আজ দৃশ্যমান, তার বড় অংশই বিএনপি সরকারের সময় সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের পরিকল্পনা ও বাস্তবায়নের ফল। একইভাবে নিখোঁজ নেতা এম ইলিয়াস আলী বিশ্বনাথসহ সিলেট অঞ্চলে যে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করেছেন, তা আজও মানুষের স্মৃতিতে রয়েছে।
এম এ মালিক বলেন, বিএনপি ক্ষমতায় এলে ইনশাআল্লাহ সিলেট-৩ আসনকে দেশের অন্যতম মডেল এলাকা হিসেবে গড়ে তোলা হবে।
নারী শিক্ষা ও নারীদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, এটি বিএনপির অন্যতম অগ্রাধিকার। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারীদের ক্ষমতায়ন ও স্বাধীনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি ডা. জুবাইদা রহমানের পেশাগত দক্ষতা ও আন্তর্জাতিক অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, ভবিষ্যতে এলাকার উন্নয়ন ও জনস্বার্থে তাঁর অভিজ্ঞতা কাজে লাগানো হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এম এ মালিক বলেন, মাদক, দুর্নীতি, স্বজনপ্রীতি ও অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। বিশেষ করে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। তিনি বলেন, এমন একটি সমাজ গড়তে চান যেখানে নারীরা রাতেও নিরাপদে চলাফেরা করতে পারবেন। সিলেট-৩ আসনের জনগণ তাকে নির্বাচিত করলে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে এলাকায় কোনো অনিয়ম ও অপরাধ হতে দেবেন না বলেও আশ্বাস দেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শাহ ইকবাল চিশতী ওয়েলফেয়ার ট্রাস্ট, ইউকে’র সভাপতি শাহ ইকবাল চিশতী এবং অনুষ্ঠান পরিচালনা করেন মাসুম আলম। সভায় আরও বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মো. সাজেদুল করিম, অধ্যাপক মো. ফরিদ উদ্দিন, সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমেদ, সিলেট জিয়া মঞ্চের আহ্বায়ক নিজাম উদ্দিন তরফদার, জুলাই যোদ্ধা জিল্লুর রহমান শোহেবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
