ঢাকা, ১ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনায় তারেক রহমানের জনসভা ঘিরে প্রস্তুতি

রাজনীতি | শেখ লিয়াকত হোসেন | ব্যুরো প্রধান |খুলনা

(৩ ঘন্টা আগে) ৩১ জানুয়ারি ২০২৬, শনিবার, ৯:০১ অপরাহ্ন

banglahour

বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সোমবার সকাল ১০টায় খুলনা নগরীর খালিশপুর প্রভাতী স্কুল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়েছে।

তার আগমনকে কেন্দ্র করে দল ও অঙ্গসংগঠনগুলোর মধ্যে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। রোববার বিকেলে জনসভাস্থল পরিদর্শন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী রকিবুল ইসলাম বকুল, খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদীসহ দলটির অন্যান্য নেতারা।

নেতৃবৃন্দ জানান, এ জনসভার মাধ্যমে তারেক রহমান এ অঞ্চলের মানুষের নানা সমস্যা ও প্রত্যাশার কথা শুনবেন। নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করা হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯