ঢাকা, ১ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পিরোজপুরে একই মঞ্চে দুই প্রার্থী, সম্প্রীতির অঙ্গীকার

রাজনীতি | মো.মিজানুর রহমান| জেলা প্রতিনিধি| পিরোজপুর

(৩ ঘন্টা আগে) ৩১ জানুয়ারি ২০২৬, শনিবার, ৮:৫৩ অপরাহ্ন

banglahour

পিরোজপুরে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর-১ আসনের প্রার্থীদের অংশগ্রহণে এক মুখোমুখি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অংশ নেওয়া প্রার্থীরা সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বজায় রাখার শপথ নেন।

“একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো পদ নেই” — এই প্রতিপাদ্য নিয়ে শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ১২টায় শহরের টাউন ক্লাব চত্বরে স্বাধীনতা মঞ্চে সুজনের পিরোজপুর জেলা শাখা এ আয়োজন করে।

অনুষ্ঠানে অংশ নেন বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদ সাঈদী। এবারের নির্বাচনে পিরোজপুর-১ আসনে এই দুই প্রার্থীই প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আলোচনায় প্রার্থীরা নিজেদের রাজনৈতিক অবস্থান, নির্বাচনী প্রতিশ্রুতি এবং এলাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। এ সময় উপস্থিত সাধারণ মানুষ সরাসরি বিভিন্ন প্রশ্ন করেন এবং প্রার্থীরা তার জবাব দেন।

অনুষ্ঠানের একপর্যায়ে দুই প্রার্থী ও উপস্থিত জনগণ একে অপরের হাত ধরে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের অঙ্গীকার করেন, যা পুরো আয়োজনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করে।

সুজন পিরোজপুর জেলা কমিটির সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুজন খুলনা বিভাগের সমন্বয়ক মাসুদুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জহিরুল হকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯