ঢাকা, ১ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ধানের শীষে ভোট চেয়ে ধোবাউড়ায় গণসংযোগে প্রিন্স

রাজনীতি | কাজী মোহাম্মদ মোস্তফা|জেলা প্রতিনিধি|ময়মনসিংহ

(২ দিন আগে) ২৯ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৪:৫৫ অপরাহ্ন

banglahour

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ–১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের দলীয় প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করা হলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার এরশাদ বাজারে আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠক ও জনসভায় তিনি এসব কথা বলেন। এর আগে তিনি বিভিন্ন এলাকায় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ করেন।

প্রিন্স বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে চাই। একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন।” তিনি প্রশাসনের উদ্দেশে বলেন, বিএনপি সব ধরনের সহযোগিতা করবে, তবে কোনো মব, মিথ্যা অভিযোগ বা ষড়যন্ত্রের কাছে মাথা নত না করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, “দেশের জনগণই সকল ষড়যন্ত্রের জবাব দিতে পারে।” এ সময় তিনি ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সব অপচেষ্টার উপযুক্ত জবাব দেওয়ার আহ্বান জানান।

উঠান বৈঠক ও জনসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯