ঢাকা, ১ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হিজলায় সনাতন সম্প্রদায়ের সঙ্গে বিএনপি প্রার্থী রাজিব আহসানের মতবিনিময়

রাজনীতি | হিজলা প্রতিনিধি | বরিশাল

(১ দিন আগে) ৩০ জানুয়ারি ২০২৬, শুক্রবার, ৬:১২ অপরাহ্ন

banglahour

বরিশালের হিজলা উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. রাজিব আহসান। এ সময় তিনি বলেন, “আমি সম্প্রদায় নয়, মানুষ হিসেবে কাজ করতে চাই। সমতা ও সমমর্যাদার ভিত্তিতে সবাই যেন নিরাপদ ও শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, সেই পরিবেশ গড়ে তোলাই আমার লক্ষ্য।”

শুক্রবার সকাল ১১টায় উপজেলার খুন্না বাজারে শ্রী শ্রী মহাপ্রভু সেবাশ্রমে সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাসাসের সভাপতি মানিক লাল দাস এবং সঞ্চালনা করেন উপজেলা পূজা ফ্রন্টের সদস্য সচিব বাপ্পী দে।

প্রধান অতিথির বক্তব্যে মো. রাজিব আহসান বলেন, হিজলা উপজেলাকে দীর্ঘদিন অবহেলিত রাখা হয়েছে। এই অবস্থা পরিবর্তনে তিনি সবার সহযোগিতা চান। তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার ও মর্যাদা নিয়ে সমাজে বসবাস করতে পারবে—এটাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।

তিনি অভিযোগ করে বলেন, বিভিন্ন রাজনৈতিক দল অতীতে হিন্দু সম্প্রদায়কে ভোটের রাজনীতিতে ব্যবহার করেছে। বিএনপি সে পথ অনুসরণ করে না। বিগত ৫ আগস্ট সরকার পতনের পর যেভাবে হিজলার মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করেছে, ভবিষ্যতেও সেই শান্তি ও সম্প্রীতি বজায় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক দেওয়ান অলিউদ্দিন সুমন, উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট দেওয়ান মো. মনির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন, সাবেক যুগ্ম আহ্বায়ক হাওয়ানুর চৌধুরী, উপজেলা পূজা ফ্রন্টের আহ্বায়ক উৎপল বিশ্বাস, মেহেন্দিগঞ্জ পূজা ফ্রন্টের আহ্বায়ক সুভাষ দাস, সদস্য সচিব দীপঙ্কর মৃধা ও রাধা রমেন বিশ্বাস প্রমুখ।

সভা শেষে উপজেলার ছয়টি ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীরা ধানের শীষের প্রার্থী মো. রাজিব আহসানের পাশে থাকার আশ্বাস দেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯