গোলামি থেকে মুক্ত হয়ে একটি স্বাধীন ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জেল-জুলুম ও নির্যাতনের মুখেও দল দেশ ছেড়ে যায়নি এবং ভবিষ্যতেও যাবে না।
শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা টাউন হল মাঠে জামায়াতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে একই দিনে লাকসাম স্টেডিয়ামেও একটি পৃথক জনসভায় বক্তব্য দেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, কুমিল্লা বিভাগ বাস্তবায়ন ও বিমানবন্দর চালু সময়ের দাবি। তিনি দাবি করেন, উন্নয়ন কার্যক্রমে কারও অধিকার ক্ষুণ্ন করা হবে না। তিনি দলকে সবচেয়ে বেশি নির্যাতিত রাজনৈতিক শক্তি উল্লেখ করে বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে জামায়াত সবসময় দাঁড়িয়েছে।
যুবসমাজের উদ্দেশে তিনি সন্ত্রাস ও সহিংসতা পরিহারের আহ্বান জানিয়ে বলেন, ভোটাধিকার রক্ষায় প্রয়োজন হলে যুবকদের এগিয়ে আসতে হবে। বেকার ভাতার পরিবর্তে কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতিও দেন তিনি।
রাষ্ট্র পরিচালনার ভাবনা তুলে ধরে জামায়াত আমীর বলেন, পরিবারতান্ত্রিক রাজনীতির বদলে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়তে চান তারা, যেখানে যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব উঠে আসবে। নারীদের শিক্ষা, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার কথাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি রাষ্ট্র পরিচালনায় নিরপেক্ষতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
জনসভায় সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর জামায়াতের আমীর ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ। তিনি কুমিল্লা বিভাগ বাস্তবায়ন, বিমানবন্দর চালু, গ্যাস সংকট ও জলাবদ্ধতা নিরসনের প্রতিশ্রুতি দেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুমসহ ১১ দলীয় জোটের নেতারা।
নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত এলইডি স্ক্রিনের মাধ্যমে অনেকেই জনসভা উপভোগ করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
