ঢাকা, ১ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গা-২ এ গণসংযোগে রুহুল আমিন

রাজনীতি | রিফাত রহমান |জেলা প্রতিনিধি| চুয়াডাঙ্গা

(৯ ঘন্টা আগে) ৩১ জানুয়ারি ২০২৬, শনিবার, ২:৫৩ অপরাহ্ন

banglahour

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী রুহুল আমিন গণসংযোগ ও তরুণদের সঙ্গে মতবিনিময় করেছেন। এ সময় তিনি এলাকার অবকাঠামো, চিকিৎসা, শিক্ষা ও সামাজিক সমস্যার পরিবর্তনে জনগণের সহযোগিতা চান।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে দামুড়হুদা উপজেলার লোকনাথপুরের একটি মিলনায়তনে “তরুণদের নিয়ে ভাবনা” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণের সমর্থন পেলে এ আসনের উন্নয়ন চিত্র পাল্টে দেওয়া সম্ভব। তিনি সড়ক উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণের অঙ্গীকার ব্যক্ত করেন।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে এবং ইমদাদুল হক মহসিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক আহসান হাবিব ইমরোজ।

এর আগে প্রার্থী রুহুল আমিন জীবননগর পৌর এলাকায় দুটি ইটভাটা, মাছের বাজার ও শ্রমজীবী মানুষের মাঝে গণসংযোগ চালিয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯