ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

সুপ্রীম কোর্টে সংবাদযোদ্ধাদের উপর লাঠিচার্জ, নিন্দা বিচার দাবি

অন্যান্য | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ১৫ মার্চ ২০২৩, বুধবার, ২:৪৯ অপরাহ্ন

banglahour

ঢাকা: সুপ্রীম কোর্টে সংবাদযোদ্ধাদের উপর লাঠিচার্জ-গালাগালি ও হামলার নিন্দা ও জড়িত পুলিশ-প্রশাসনের কর্তাদের বিভাগীয় বিচার দাবি করেছে অনলাইন প্রেস ইউনিটি।

ইউনিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কলামিস্ট মোমিন মেহেদী, কার্যকরী সভাপতি অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুল অদুদ, বিকাশ রায়, এম লোকমান হোসাঈন, সাংগঠনিক সম্পাদক চন্দন সেনগুপ্ত প্রমুখ এক বিবৃতে বলেছেন, লাঠিচার্জে আহত এটিএন নিউজের রিপোর্টার জাবেদ আক্তার, আজকের পত্রিকার রিপোর্টার এসএম নূর মোহাম্মদ, জাগো নিউজের রিপোর্টার ফজলুল হক মৃধা, মানবজমিনের মাল্টিমিডিয়া রিপোর্টার আব্দুল্লাহ আল মারুফ, এটিএন বাংলার ক্যামেরাপার্সন হুমায়ুন, সময় টিভির ক্যামেরাপার্সন সোলাইমান স্বপন, ডিবিসির ক্যামেরাপার্সন মেহেদী হাসান মিম ও বৈশাখী টিভির ক্যামেরাপার্সন ইব্রাহিমের সুচিকিৎসা সরকারি অর্থায়নে করার পাশাপাশি সংবাদযোদ্ধাদের নিরাপত্তা প্রদানের লক্ষ্যে ‘সংবাদকর্মী-সংবাদমাধ্যম নিরাপত্তা আইন’ প্রণয়নের করা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। 

১৫ মার্চ প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে অনলাইন প্রেস ইউনিটির পক্ষ থেকে আরো বলা হয়, আমাদের দেশে সংবাদমাধ্যম ও সংবাদযোদ্ধাদের প্রতি পুলিশ-প্রশাসনের কর্তারা শ্রদ্ধাবনত না হলে সারাদেশে সংবাদ বিরতি কর্মসূচি পালনের ডাক দেয়া হবে।

অন্যান্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com