ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

উলিপুরে হত্যা বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারাদেশ | মোঃ ফুলবাবু

(১ বছর আগে) ১৭ মার্চ ২০২৩, শুক্রবার, ৭:১২ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:১২ পূর্বাহ্ন

banglahour

কুড়িগ্রাম: উলিপুরে সিয়াম বাবু সুজন (২৩) হত্যার জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। 

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে উলিপুর পৌর শহরের মসজিদুল হুদা মোড়ে তবকপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ বিক্ষোভ মিছিলে অংশ নেয়। 

এ সময় বক্তব্য তুলে ধরেন, বিশ্বজিৎ সিংহ বাপ্পা, সোহেল রানা, নিহতের ছোট বোন ফারহানা বেগম, আব্দুর রউফ টিটু প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, সুজন হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে ফাঁসি দিতে হবে। 

এ ঘটনায় হত্যাকারী, জাহিদ, মাসুদ রানা মন্ডল, হাবিবা, চলময়ী, আব্দুল হামিদ, এনামুল, আয়শা, সোহাগ, শ্বশুর, শ্বাশুড়ি ও স্ত্রীসহ জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে ফাঁসির দাবি জানান। উল্লেখ্য, তবকপুর ইউনিয়নের মিয়াজী পাড়া গ্রামের ফয়জার রহমানের পুত্র সুজন মিয়া (২৩) এর সাথে এক বছর আগে উলিপুর পৌরসভার আব্দুল হাকিম গ্রামের আব্দুল হামিদের মেয়ে হাবিবা বেগমের সাথে বিয়ে হয়। ৪ মাস আগে হাবিবা পরীক্ষা দেয়ার কথা বলে বাবার বাড়িতে চলে যায়। এ সময় সুজন মিয়া ঢাকায় রাজমিস্ত্রির কাজ করছিল। 

গত ৬ মার্চ সুজন মিয়া ঢাকা থেকে বাড়িতে আসলে স্ত্রী হাবিবা ফোনে সুজন মিয়াকে বাবার বাড়িতে ডেকে নেয়। এরপর গভীর রাতে সুজন মিয়াকে অমানুষিক নির্যাতন চালায়। সুজন মিয়ার পরিবারের লোকজন পরদিন বিকেলে খবরটি জানতে পারলে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। কর্তব্যরত চিকিৎসক অবস্থা অবনতি দেখে কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করেন।
সেখানে পরীক্ষা নিরীক্ষার পর ৮ মার্চ চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। বুধবার (১৫ মার্চ) মধ্যরাতে তার মৃত্যু হয়। 

এ ঘটনায় নিহতের বাবা ফয়জার রহমান বাদী হয়ে উলিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বুধবার পুলিশ এ ঘটনায় জড়িত একজনকে রাতেই গ্রেফতার করে। 

উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান বলেন এ ঘটনায় জড়িত আবু হাসান মাহমুদ (১৯) নামের একজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com