
ঢাকা: শুনশান নিরবতা চারদিকে। কে বলবে অনেক শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা চলছে এখানে। বলছি ঢাকা কাওলার "সিভিল এভিয়েশন স্কুলের অ্যান্ড কলেজের" কেন্দ্রের কথা।
সরেজমিনে গিয়ে দেখা যায় ৪টি স্কুলের ১৫০৫ জন শিক্ষার্থী এ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। নির্দিষ্ট দূরত্বেও অবস্থান করছে পরীক্ষার্থীর সাথে আসা হাজার হাজার অভিভাবক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি সাভাবিক রাখতে কাজ করছেন নিচ্ছিদ্র।

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। সুষ্ঠভাবে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে আগামী ২৩ মে পর্যন্ত সব ধরণের কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী দীপু মনি।
আজ রবিবার (৩০ এপ্রিল) সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে এ পরীক্ষা শুরু হয়। এবারও অন্যান্য সময়ের মত পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে কেন্দ্রে পেীঁছাতে হবে। ৩০ মিনিট পর পরীক্ষা কেন্দ্রে পেীঁছালে পরীক্ষায় অংশ নিতে পারবে না পরীক্ষার্থী।
সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ উইং কমান্ডার মনিরুজ্জামান পিএসসি বলেন, এবছর সরকার স্বাভাবিক নিয়মে পরীক্ষা নিতে পারছে। ছাত্র ছাত্রীদের প্রস্তুতি খুবই ভাল। খুবই সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
প্রিন্সিপাল স্যার আরও বলেন, এই কেন্দ্রে চারটি স্কুলের শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, যথাক্রমে কুর্মিটোলা, আমিরজান, বঙ্গমাতা ও নিকুঞ্জ মডেল স্কুল। সকলেই সঠিক সময়ে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।
কেমন প্রস্তুতি নিয়েছে আপনার সন্তান? এমন প্রশ্নের জবাবে রিঙ্কি নামক এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, করোনার বছরগুলোতে ছেলে মেয়েরা পড়াশোনা করতে পারেনি। তবে আমার মায়ের প্রস্তুতি খুবই ভাল। আশা করছি ভাল পরীক্ষা দিবে।

এবারের পরীক্ষায় সকল বোর্ড থেকে অংশ নিচ্ছে মোট ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এবার ৫০ হাজার ২৯৫ জন পরীক্ষার্থী বৃদ্ধি পেয়েছে। যার ৮০ ভাগই ছাত্রী।
এবছর ১১টি শিক্ষা বোর্ডে মোট কেন্দ্র ৩ হাজার ৮১০ টি এবং মোট শিক্ষা প্রতিষ্ঠান ২৯ হাজার ৭৯৮ টি। আর উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা ২ মাস পর জুলাই মাসে হওয়ার কথা রয়েছে।
২০২৩ সালের এসএসসি, এইচএসসি ও সামমানের পরীক্ষা সব বিষয়ে ও সঠিক সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তবে এবারও পুর্নবিন্যাসকৃত সিলেবাসেই পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, করোনাভাইরাস ও বন্যা পরিস্থিতির কারণে গত বছরগুলিতে সব বিষয়ে ও সঠিক সময়ে পরীক্ষা নেয়া সম্ভব হয়নি। এ পরিস্থিতি সাভাবিক হতে আগামী বছর লেগে যাবে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।