ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

ডিএসসিসি উচ্ছেদ অভিযানে প্রতিবাদ সমাবেশ

জাতীয় | অনলাইন ডেস্ক

(৮ মাস আগে) ১৫ জুন ২০২৪, শনিবার, ১১:১৮ পূর্বাহ্ন

banglahour

রাজধানীর বংশালে হরিজন সম্প্রদায়ের মিরনজিল্লা সিটি কলোনিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উচ্ছেদ অভিযানের প্রতিবাদে সমাবেশ করেছে নাগরিক সংহতি।

শুক্রবার বিকালে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশ হয়। এছাড়া এদিন জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে হিন্দু মহিলা মহাজোট।

নাগরিক সংহতির সমাবেশে বক্তারা বলেন, কাঁচাবাজার বানানোর নাম করে হঠাৎ তাদের উচ্ছেদের পেছনে সিটি করপোরেশনের অন্য কোনো উদ্দেশ্য আছে, সেটা বোঝা যায়। আপাতত আদালত এক মাসের জন্য উচ্ছেদ স্থগিত করেছে। কিন্তু এটা কোনো সমাধান নয়। হরিজন সম্প্রদায়ের মানুষজনকে পুনর্বাসন না করে তাদের বসবাসের জায়গায় কোনো কাঁচাবাজার হতে দেওয়া হবে না।

ড. মো. হারুন ওর রশীদের সভাপতিত্বে নাগরিক সংহতি সমাবেশে আইনজীবী উৎপল বিশ্বাস বলেন, এরা যখন কয়েকশ বছর আগে এখানে আসে তখন এদের দুটি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। যা চট্টগ্রাম সিটি করপোরেশনে এখনো আছে। কিন্তু ঢাকায় সিটি করপোরেশনে তাদের এ মর্যাদা হরণ করা হয়েছে।

শ্রমিক আন্দোলনের আহবায়ক বিপ্লব ভট্টাচার্য বলেন, সরকারের ভূমি আইন পরিবর্তন করে বলা হয়েছে, হাজার হাজার বছর ধরেও যদি কেউ দখল ধরে রাখে। তারপরও যদি তার বৈধ কাগজপত্র না থাকে তাহলেও তাকে উচ্ছেদ করা যাবে। আজকে এটার যে ভয়াবহ অবস্থা সেটা আমরা এই মিরনজিল্লা সিটি কলোনিতে দেখতে পাচ্ছি।

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com