রাজধানীতে একের পর এক সংঘর্ষ ও আন্দোলনে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। ঢাকা কলেজ ও সিটি কলেজের সংঘর্ষ, রিকশাচালকদের আন্দোলন, এবং পুরান ঢাকার ডিএমআরসি ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সহিংসতার মতো ঘটনা নাগরিক নিরাপত্তার জন্য নতুন হুমকি তৈরি করেছে।
সর্বশেষ সোমবার ডিএমআরসিতে শিক্ষার্থীদের হামলার ঘটনায় উত্তেজনা চরমে পৌঁছেছে।
এই পরিস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম তার প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “জনমানুষের নিরাপত্তা নিশ্চিত করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান দায়িত্ব।”
সোমবার রাতে তার ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “সবার আগে দেশ, দেশের মানুষ এবং জনগণের সম্পদ রক্ষা করা জরুরি। যদি কেউ অযৌক্তিক কারণে বিশৃঙ্খলা বা নৈরাজ্য সৃষ্টি করে, তাকে প্রতিহত করাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তব্য।”
এদিকে, একই আন্দোলনের আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সোমবার রাতে ফেসবুকে কুরআনের সূরা বাকারা’র ২১৪ নম্বর আয়াত তুলে ধরে বলেন, “ভেঙে পড়ো না, নিরাশ হয়ো না। সাহায্য আসবেই, এটা আল্লাহর ওয়াদা। জেনে রেখো, আল্লাহর সাহায্য অতি নিকটে!”
নাগরিকদের নিরাপত্তার বিষয়ে এমন দুই ভিন্নধর্মী প্রতিক্রিয়া আন্দোলন নিয়ে নতুন আলোচনা সৃষ্টি করেছে। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন সচেতন মহল।