ঢাকা, ১৭ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

বাংলাদেশ-ভারত সম্পর্ক বাস্তবতার নিরিখে গড়ে তুলতে হবে: মো. তৌহিদ হোসেন

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ মাস আগে) ৩০ নভেম্বর ২০২৪, শনিবার, ৩:১১ অপরাহ্ন

banglahour

ঢাকা: আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারত-বাংলাদেশ সম্পর্ক নতুন বাস্তবতায় গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। শনিবার দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত “বাংলাদেশ-ভারত সম্পর্ক: প্রত্যাশা, প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ” শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “গত ৫ আগস্ট পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক একরকম ছিল, এখন সেটা ভিন্ন। এই বাস্তবতার নিরিখেই আমাদের নতুন করে সম্পর্ক বিনির্মাণ করতে হবে এবং তা অব্যাহত রাখতে হবে। ভারতও এ পরিবর্তিত পরিস্থিতি উপলব্ধি করবে বলে আমি মনে করি।”

সীমান্ত হত্যা প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশ-ভারত সীমান্ত হলো পৃথিবীর একমাত্র সীমান্ত যেখানে কোনো যুদ্ধাবস্থা নেই, অথচ মানুষকে গুলি করে হত্যা করা হয়। এটি কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়, এবং এ নিয়ে আমি সবসময় শক্তভাবে ভারতের সঙ্গে আলোচনা করেছি।”

বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে উভয় দেশের উদ্বেগের বিষয়গুলো সমাধানের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বলেন, “আমাদের কিছু উদ্বেগ রয়েছে। একই সঙ্গে ভারতেরও উদ্বেগ ছিল। পূর্ববর্তী সরকার এই উদ্বেগ দূর করার চেষ্টা করলেও অনেক কিছু সঠিকভাবে সমাধান হয়নি। এর ফলে দ্বিপাক্ষিক সম্পর্কে যে দোলাচল রয়েছে, তা দূর করা সম্ভব হয়নি।”

দীর্ঘমেয়াদি সম্পর্কের গুরুত্ব উল্লেখ করে মো. তৌহিদ হোসেন বলেন, “এই সম্পর্ক একদিন, এক বছর বা এক যুগের নয়। এটি দীর্ঘ সময়ের। সবসময় সম্পর্ক একই রকম থাকবে, এমনটি ভাবা উচিত নয়। আমরা একটি ভালো সম্পর্ক গড়ার বিষয়ে আশাবাদী, যা উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট হবে।”

সেমিনারে অংশ নেওয়া বিশেষজ্ঞরা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত করার বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন।

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com