ঢাকা: ডেঙ্গুর প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৮২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, আর মৃত্যু হয়েছে ৬ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৪ জনে এবং মোট ভর্তি হয়েছেন ৯২,৩৫১ জন।
বিভাগভিত্তিক ডেঙ্গু আক্রান্ত রোগী
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে বিভাগভিত্তিক সংখ্যা হলো:
- বরিশাল: ৬৭ জন
- চট্টগ্রাম: ১৪১ জন
- ঢাকা বিভাগ (সিটি কর্পোরেশনের বাইরে): ২৩৩ জন
- ঢাকা উত্তর সিটি: ১৪০ জন
- ঢাকা দক্ষিণ সিটি: ১০৪ জন
- খুলনা: ৯১ জন
- রাজশাহী: ৫৪ জন
- ময়মনসিংহ: ৩৩ জন
- রংপুর: ১১ জন
- সিলেট: ৮ জন
এ সময় সারা দেশে ১,১১০ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮,৯৮৯ জনে।
গত বছরের তুলনায় পরিস্থিতি
গত বছর ডেঙ্গুর প্রকোপ আরও বেশি ছিল। তখন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন এবং মারা যান ১,৭০৫ জন। এ বছর আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা তুলনামূলক কম হলেও প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা বজায় রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার কামড় থেকে সুরক্ষার ব্যবস্থা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।