বলিউডের জনপ্রিয় দম্পতি অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাইয়ের বিচ্ছেদের গুঞ্জন চলাকালীন তাদের একসঙ্গে দেখা গেল মেয়ে আরাধ্যর ১৩তম জন্মদিনের পার্টিতে।
গত ১৬ নভেম্বর জমকালো আয়োজনের মাধ্যমে আরাধ্যর জন্মদিন উদযাপন করা হয়। পার্টিতে আরাধ্যকে ঝলমলে পোশাকে দেখা গেছে, আর অভিষেক-ঐশ্বরিয়া মেয়ের জন্মদিন উপলক্ষে একসঙ্গে এসে সব গুঞ্জন সাময়িকভাবে থামিয়েছেন।
পার্টি আয়োজনের দায়িত্বে ছিল প্লেটাইম ইন্ডিয়া নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান। তাদের অফিসিয়াল ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে অভিষেক ও ঐশ্বরিয়াকে মেয়ের জন্মদিনে অংশ নিতে দেখা যায়। ভিডিও বার্তায় তারা প্লেটাইম ইন্ডিয়াকে সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানান।
বিচ্ছেদের গুঞ্জনের পর এই যুগলকে একসঙ্গে দেখে ভক্তরা মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। কেউ তাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী, আবার কেউ প্রশ্ন তুলেছেন এটি শুধুই সামাজিক উপলক্ষের জন্য কি না।
বলিউডের এই জনপ্রিয় দম্পতি ২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং তাদের একমাত্র মেয়ে আরাধ্যর জন্ম ২০১১ সালে।