ঢাকা, ১৭ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

ঢাকায় ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি, নিরাপত্তা জোরদার

মতামত | মতামত ডেস্ক

(১ মাস আগে) ৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ৬:২১ অপরাহ্ন

banglahour

বাংলাদেশ সিভিল সোসাইটি নামে একটি সংগঠন ঢাকায় ভারতীয় হাইকমিশন ঘেরাও করার কর্মসূচি ঘোষণা করেছে। এর পরিপ্রেক্ষিতে ভারতীয় হাইকমিশন এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যেখানে সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।

মঙ্গলবার দুপুরের পর থেকে ভারতীয় হাইকমিশনে প্রবেশের সকল রাস্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন। রাজধানীর শাহজাদপুর বাঁশতলাসহ আশপাশের এলাকাতেও ব্যাপক নিরাপত্তা বলয় দেখা যায়। পুলিশ বাঁশতলা থেকে ভারতীয় হাইকমিশন অভিমুখী রাস্তা ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেয় এবং সাধারণ মানুষের চলাচলে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়, তবে স্থানীয় বাসিন্দারা পরিচয় দেখিয়ে চলাচল করতে সক্ষম হন।

গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তারেক মাহমুদ সাংবাদিকদের বলেন, "আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনার প্রতিবাদে এই কর্মসূচি ডাকা হয়েছে। তাই এলাকাটি সুরক্ষিত রাখতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।"

উল্লেখ্য, গত ২ ডিসেম্বর ভারতের আগরতলা শহরে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা হয়, যেখানে বাংলাদেশের জাতীয় পতাকা পুড়িয়ে ফেলা হয় এবং বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হয়। এর প্রতিবাদে ঢাকায় এই ঘেরাও কর্মসূচি ডাকা হয়েছে। একই সাথে, হামলার পর ঢাকার পক্ষ থেকে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাকে জরুরিভিত্তিতে তলব করা হয়েছে এবং আগরতলা ও ভারতে বাংলাদেশের অন্যান্য মিশনের নিরাপত্তা বৃদ্ধি করার জন্য দিল্লিকে নোট পাঠানো হয়েছে।

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com