ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

আর্জেন্টিনাকে বাণিজ্য ও ফুটবলসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে আহ্বান ড. ইউনুসের

জাতীয় | অনলাইন ডেস্ক

(৪ সপ্তাহ আগে) ১৯ জানুয়ারি ২০২৫, রবিবার, ৩:৫৮ অপরাহ্ন

banglahour

কাতার বিশ্বকাপে না থেকেও সংবাদের শিরোনাম ছিল বাংলাদেশ। বিশ্বকাপে আর্জেন্টিনাকে সমর্থন দেওয়ার অনন্য নজির স্থাপন করেছিল বাংলাদেশি আর্জেন্টাইন সমর্থকরা। সে সময় বাংলাদেশে সমর্থকদের উন্মাদনার কথা জানতে পেরেছিল আর্জেন্টিনা। এরপর দেশটির ফুটবলের সঙ্গে যেন ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে বাংলাদেশের নাম। নানা সময় বাংলাদেশি সমর্থকদের প্রতি নিজেদের কৃতজ্ঞতা প্রকাশ করেছে দেশটির ফুটবলার ও রাজনীতিবিদরা। এবার সেই সম্পর্কেই বাণিজ্যে রূপান্তর করতে চায় বাংলাদেশ।

সেই লক্ষ্যে রোববার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস; আর্জেন্টিনাকে বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে এবং বাংলাদেশের সঙ্গে আবেগপূর্ণ ফুটবল সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো সেসা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাৎ করলে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান।

আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাংলাদেশিদের অপ্রতিরোধ্য সমর্থনের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের মধ্যে মানসিক সংযোগ আছে। আমরা সেটা গড়ে তুলতে পারি। মাঠ প্রস্তুত। আমরা চাইলে এটাকে অন্য খাতে নিয়ে যেতে পারি।’

প্রধান উপদেষ্টা বাংলাদেশের সঙ্গে তুলা সংক্রান্ত বাণিজ্য ও বিনিয়োগের জন্য সম্পূর্ণ মালিকানা বা যৌথ উদ্যোগ স্থাপনের সুযোগ খোঁজার এবং জ্বালানি সহযোগিতার সম্ভাবনা অন্বেষণ করার জন্য রাষ্ট্রদূতকে বলেন।

রাষ্ট্রদূত সেসা প্রধান উপদেষ্টাকে বলেন, ‘আর্জেন্টিনা ও বাংলাদেশের মধ্যে সহযোগিতার অনেক ক্ষেত্র অনাবিষ্কৃত রয়েছে, যা দুদেশের জন্য অভূতপূর্ব সম্ভাবনা রাখতে পারে। আর্জেন্টিনার বুয়েনস আইরেসে বাংলাদেশ দূতাবাস খোলার বিষয়টি বিবেচনা করারও অনুরোধ করেন তিনি।’

রাষ্ট্রদূত আরও বলেন, আমাদের যে ভালো অনুভূতি আছে, আমরা তা দুদেশের স্বার্থে কাজে লাগাতে পারি।

এসময় রাষ্ট্রদূত উল্লেখ করেন, আর্জেন্টিনার কাছে বর্তমানে প্রায় ৭০০ মিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য রয়েছে এবং তারা বাংলাদেশ থেকে আমদানি বাড়িয়ে এটিকে ভারসাম্যপূর্ণ করতে চায়।

আর্জেন্টিনা বর্তমানে বাংলাদেশে সয়াবিন, গম, ভুট্টা এবং কাঁচা তুলাসহ অন্যান্য বেশকিছু পণ্য রপ্তানি করে। বিপরীতে বাংলাদেশ থেকে বার্ষিক প্রায় ২২ মিলিয়ন মার্কিন ডলারের মতো পোশাক আমদানি করে।

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com