ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

ফেসবুককে আগের অবস্থায় ফেরাতে চান মার্ক জাকারবার্গ

মতামত | অনলাইন ডেস্ক

(২ সপ্তাহ আগে) ৩ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ১০:৪৮ পূর্বাহ্ন

banglahour

ফেসবুকের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান মার্ক জাকারবার্গ সামাজিক যোগাযোগমাধ্যমটিকে তার পুরোনো জনপ্রিয়তায় ফিরিয়ে আনতে চান। সম্প্রতি মেটার ত্রৈমাসিক ফলাফল ঘোষণার সময় তিনি এ পরিকল্পনার কথা জানান।

জাকারবার্গের মতে, বর্তমান ফেসবুক তার সাংস্কৃতিক প্রভাব কিছুটা হারিয়েছে এবং ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ তুলনামূলকভাবে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। এ অবস্থায় ফেসবুককে আরও ‘সাংস্কৃতিকভাবে প্রভাবশালী’ করার উদ্যোগ নিতে চান তিনি।

পরিবর্তন আসছে, তবে কেমন হবে তা এখনো অনিশ্চিত

জাকারবার্গ জানিয়েছেন, ফেসবুকের কিছু গুরুত্বপূর্ণ দিকের উন্নয়ন করা হবে, যা গত কয়েক বছর তেমনভাবে গুরুত্ব পায়নি। তবে কীভাবে এই পরিবর্তন আনা হবে, সে বিষয়ে স্পষ্ট কোনো দিকনির্দেশনা দেননি তিনি।

তার ভাষায়, “এ পরিকল্পনার বাস্তবায়নে কিছু সময় লাগবে এবং এটি বিনিয়োগের একটি নতুন ক্ষেত্র হতে পারে।” তিনি আরও জানান, ২০২৪ বা ২০২৫ সালের মধ্যেই ফেসবুকে বড় পরিবর্তন আসতে পারে।

পুরোনো ফেসবুকের অভিজ্ঞতা পেতে পারেন কিছু ব্যবহারকারী

জাকারবার্গের ঘোষণায় ইঙ্গিত দেওয়া হয়েছে যে, কিছু অ্যাকাউন্টকে ‘ওজি ফেসবুক’ বা পুরোনো ফেসবুকের অভিজ্ঞতা ফিরিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে কাদের জন্য এবং কীভাবে এটি কার্যকর হবে, তা এখনো নিশ্চিত নয়।

মেটার বিনিয়োগের নতুন দিকনির্দেশনা

সাম্প্রতিক বছরগুলোতে মেটা ইনস্টাগ্রাম, রিলস, এআই প্রযুক্তি ও মেটাভার্সের দিকে বেশি বিনিয়োগ করেছে। তবে নতুন পরিকল্পনার মাধ্যমে ফেসবুককে পুনরুজ্জীবিত করার চেষ্টা চলছে।

জাকারবার্গ জানিয়েছেন, দীর্ঘমেয়াদে মেটা এআই অবকাঠামোয় শত শত কোটি ডলার বিনিয়োগ করবে এবং ২০২৫ সাল হবে মেটাভার্সের জন্য গুরুত্বপূর্ণ একটি বছর।

বাণিজ্যিক সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা

মেটার সাম্প্রতিক ত্রৈমাসিক ফলাফলে দেখা গেছে, ২০২৪ সালের চতুর্থ প্রান্তিকে কোম্পানিটির রাজস্ব ৪৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ হাজার ৮৩ কোটি ডলারে পৌঁছেছে। এ উন্নতি ভবিষ্যৎ পরিকল্পনার জন্য ইতিবাচক দিকনির্দেশনা দিচ্ছে।

ফেসবুক সত্যিই আগের মতো প্রাসঙ্গিক হয়ে উঠতে পারবে কি না, এবং ব্যবহারকারীরা এ পরিবর্তন কীভাবে গ্রহণ করবে—তা সময়ই বলে দেবে।

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com