
ঢাকা, মঙ্গলবার: দেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচির ৪০ থেকে ৫০ শতাংশ সুবিধাভোগী ভুয়া বলে জানিয়েছেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন মোর্শেদ। মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্ব ব্যাংক আয়োজিত এক সেমিনারে তিনি এ তথ্য প্রকাশ করেন।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শারমিন মোর্শেদ বলেন, “প্রকৃত সুবিধাভোগী নির্বাচনে অনিয়ম দূর করতে ডিজিটাল পদ্ধতি চালু করা হয়েছে। ইতোমধ্যেই এমআইএস (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) চালু করা হয়েছে, যা স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়ক হবে।” তিনি আরও জানান, একটি বিশেষ ড্যাশবোর্ড ও শক্তিশালী মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে, যাতে সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা যায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোমতাজ আহমেদ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. মহিউদ্দিন। এছাড়া বক্তব্য রাখেন বিশ্ব ব্যাংকের অন্তর্বর্তীকালীন কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন এবং সংস্থাটির সামাজিক নিরাপত্তা বিশেষজ্ঞ অভিরুপ সরকার।
উৎপাদনশীল কর্মসূচির তাগিদ
সেমিনারে বক্তারা সামাজিক নিরাপত্তা কর্মসূচির কাঠামোতে পরিবর্তন আনার আহ্বান জানান। তারা বলেন, কেবল আর্থিক সহায়তা নয়, সুবিধাভোগীদের প্রশিক্ষণ, জীবন দক্ষতা উন্নয়ন এবং উৎপাদন বৃদ্ধির কৌশল শেখানোর উদ্যোগ নিতে হবে, যাতে তারা স্বাবলম্বী হতে পারেন।
এ বিষয়ে বক্তারা ‘নগদ প্লাস’ মডেলের কথা উল্লেখ করেন, যেখানে নগদ অর্থ সহায়তার পাশাপাশি প্রশিক্ষণ ও অন্যান্য সহায়ক কার্যক্রম যুক্ত থাকবে। এছাড়া দরিদ্র জনগোষ্ঠীর দুর্বলতা কমাতে সামাজিক সুরক্ষা কর্মসূচির সম্প্রসারণ ও শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।