
সকাল, দুপুর বা রাত—ফোন হাতে নিলেই হোয়াটসঅ্যাপে ঢু মারা এখন অভ্যাসে পরিণত হয়েছে। মেসেজিংয়ের জনপ্রিয় এই অ্যাপে সহজেই ভিডিও, অডিও ও ডকুমেন্ট পাঠানো যায় বলেই কোটি কোটি ব্যবহারকারী এটি বেছে নেন। ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে মেটা নিয়মিতই নতুন ফিচার নিয়ে আসে, আর এবারও তার ব্যতিক্রম হয়নি।
নতুন কী থাকছে?
বিশ্বের শীর্ষস্থানীয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে এবার নতুন আপডেট এসেছে ভয়েস ও ভিডিও কলের ক্ষেত্রে। নতুন আপডেটে:
???? গ্রুপ কল শর্টকাট: এবার থেকে গ্রুপ কলে অংশগ্রহণকারীদের নিজে বেছে নেওয়া যাবে। মোবাইল ও ওয়েব—দুই সংস্করণেই এই সুবিধা মিলবে।
???? ইফেক্ট ও ফিল্টার: ইনস্টাগ্রামের মতো এবার হোয়াটসঅ্যাপ ভিডিও কলে যোগ করা যাবে বিভিন্ন ইফেক্ট ও ফিল্টার।
???? ব্যাকগ্রাউন্ড কাস্টমাইজেশন: ভিডিও কলে নিজের পছন্দমতো ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যাবে।
???? উন্নত রেজলিউশন: ভিডিও কলের মান আগের তুলনায় আরও ভালো হবে, ফলে অভিজ্ঞতাও হবে আরও উন্নত।
কীভাবে পাবেন এই ফিচার?
নতুন ফিচারগুলোর সুবিধা পেতে হলে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ ইনস্টল করতে হবে। এজন্য গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি আপডেট করলেই মিলবে এই সুবিধা।
নতুন আপডেটের ফলে হোয়াটসঅ্যাপে কলিং অভিজ্ঞতা আগের চেয়ে আরও মসৃণ হবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।