
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরাকে নিয়ে দীর্ঘদিনের অসন্তোষ অবশেষে প্রকাশ্যে এসেছে। বাফুফের জাতীয় দল কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন এক সংবাদ সম্মেলনে সরাসরি তার পদত্যাগ দাবি করেছেন।
শনিবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে আয়োজিত বাফুফের বার্ষিক পরিকল্পনা উপস্থাপন সভায় এই মন্তব্য করেন শাহীন। মূলত অভ্যন্তরীণ অডিট বিষয়ে কথা বলার দায়িত্ব থাকলেও তিনি প্রথমেই জাতীয় দল নিয়ে কথা বলেন এবং বলেন, “জাতীয় দল কমিটির একজন সদস্য হিসেবে আমি কোচ হাভিয়ের কাবরেরার পদত্যাগ চাই। দেশের ১৮ কোটি মানুষকে মুক্ত করতে এটা দরকার।”
সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ২-১ গোলের পরাজয়ের পর থেকেই কাবরেরার কৌশল ও সিদ্ধান্ত নিয়ে আবারও সমালোচনা শুরু হয়। প্রথাগত স্ট্রাইকার না খেলানো, মানসিকভাবে বিপর্যস্ত গোলরক্ষক মিতুল মারমাকে একাদশে রাখা এবং ম্যাচের শেষদিকে কৌশলে হঠাৎ পরিবর্তন এনেও তার সমালোচনা হয়েছে।
ফেডারেশন সূত্র জানায়, কোচ কাবরেরার প্রতি অসন্তোষ নতুন নয়। যদিও আগের সমালোচনাগুলোকে উপেক্ষা করে তাকে দায়িত্বে রাখা হয়েছিল, তবে সাম্প্রতিক ফর্ম ও আচরণ নতুন করে প্রশ্ন তুলেছে।
শাহীনের বক্তব্য শুধু গণমাধ্যমেই নয়, বাফুফের মধ্যেও বিস্ময় সৃষ্টি করেছে। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানান, “এটা অপ্রত্যাশিত। আমরা বিষয়টি নিয়ে অভ্যন্তরীণভাবে আলোচনা করব।”
অন্যদিকে কাবরেরার দীর্ঘ সময় দেশে না থাকা এবং মাঝপথে হুট করে স্পেনে ফিরে যাওয়া নিয়েও অসন্তোষ রয়েছে। জানা যায়, চলতি বছরের মার্চ থেকে এখন পর্যন্ত তিনি দেশে ছিলেন মাত্র ৩০ দিন। এমনকি ফুটবলের ভরা মৌসুমেও তিনি ছুটিতে ছিলেন, যা দল গঠনে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করছেন দেশের স্থানীয় কোচেরা।
এই অবস্থায় কাবরেরার ভবিষ্যৎ নিয়ে বাফুফেতে বড় ধরনের সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। কোচ পরিবর্তনের দাবিতে এবার সরাসরি জাতীয় দল কমিটির একজন সদস্যের প্রকাশ্য অবস্থান যে বাড়তি চাপ তৈরি করবে, তা বলার অপেক্ষা রাখে না।