
অবশেষে বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত ও প্রত্যাশিত এক জয় তুলে নিয়েছে। ব্যাটে-বলে দাপট দেখিয়ে পুরো ম্যাচে নিয়ন্ত্রণ ধরে রেখে টাইগাররা প্রতিপক্ষকে হারিয়ে দেয় আত্মবিশ্বাসী পারফরম্যান্সে।এই জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থক ও ক্রিকেটপ্রেমীদের মাঝে খুশির জোয়ার বয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে অভিনন্দনের বন্যা। সবাই বলছেন— এটা শুধুই একটা ম্যাচ নয়, এটা ঘুরে দাঁড়ানোর ঘোষণা,ম্যাচ জয়ের পরপরই দলের খেলোয়াড়দের উদ্দেশ্যে দেশবাসী অগণিত শুভকামনা ও দোয়া জানিয়েছেন। ক্রিকেটারদের এ সাফল্যে মুগ্ধ হয়ে অনেকেই লিখছেন,বাংলাদেশ ক্রিকেট টিম এগিয়ে যাক, আরো বড় জয় আসুক সামনে,বিশেষ করে তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্স ও দলের সমন্বিত প্রচেষ্টা এই জয়ে বড় ভূমিকা রেখেছে বলে বিশ্লেষকদের মত।জয়ী দলের প্রতি দেশবাসীর একটাই আহ্বান
এভাবেই খেলে যাও, লাল-সবুজের পতাকা বিশ্বমঞ্চে আরও উঁচুতে তুলে ধরো!