
একদিকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যখন সিরিজের ১ম টি২০ তে শ্রীলঙ্কার বিপক্ষে পরাজয় এর স্বাদ নিচ্ছিলো ঠিক সেই সময় গ্লোবাল সুপার লিগে সাকিব আল হাসান তার অভিষেকটা রাঙিয়ে নিচ্ছিলেন হাফ সেঞ্চুরিতে। বৃহস্পতিবার ১০ জুলাই প্রভিডেন্সে তার দল দুবাই ক্যাপিটালস আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৬৫ রান করেছে।
সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিপক্ষে ৩১ রানে ২ উইকেট পড়লে সেদিকুল্লাহ অটলের ২৫ বলে ৪১ রানে ঘুরে দাঁড়ায় দুবাই। আফগান ব্যাটার আউট হলে সাকিবের ব্যাটিং এ ভর করে এগিয়ে যায় দলটি।
অষ্টম ওভারে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে সাকিব ইনিংসের শেষ ওভারে ৩৫ বলে ফিফটি করেন। ৩৭ বলে ৫৮ রানে অপরাজিত থেকে ইনিংস শেষ করেন তিনি। জেসে বুটান ১১ বলে ২০ রানের দারুণ ইনিংস খেলে তাকে যোগ্য সঙ্গ দেন।
ব্যাটিং ঝলক শেষে ২য় ইনিংসে ৫ম ওভারে বোলিংয়ে এসে সাকিব যেন ফিরলেন তার চিরচেনা ভয়ংকর সেই রূপে। ১ম বোলেই লেগ বিফোরের ফাদে ফিরালেন ১৬ বলে ১৯ রান করা ওইল ইয়াং কে। ২য় বলে ডট তারপরের বলেই আবারো লেগ বিফোরের ফাঁদে ফেলে ০ রানেই সাজঘরে ফেরান ফক্সক্রফট কে। এর পর নিজের ২য় ওভারে ৭ রান দিয়ে নেন আরো একটি উইকেট, ৩য় ওভারে ৪ রান দিয়ে চাপে ফেলেন প্রতিপক্ষ কে। ইনিংসের ১৭ তম ওভারে নিজের শেষ ওভারে ২ রান দিয়ে নিজের ঝুলিতে সংগ্রহ করেন আরো ১ টি উইকেট। সব মিলিয়ে ৪ ওভারে ১ মেইডেন এবং ১৩ রান দিয়ে ৪ উইকেট সংগ্রহ করেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার। সাকিবের দাপুটে ব্যাটিং ও বোলিং পারফরম্যান্সে ভর করে তার দল দুবাই ক্যাপিটালস টুর্নামেন্টের ১ম ম্যাচেই ২২ রানের জয় পায়।
দারুন অলরাউন্ডিং নৈপুণ্যে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হোন সাকিব আল হাসান।