ঢাকা, ৩ অক্টোবর ২০২৫, শুক্রবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দক্ষিণ আফ্রিকায় দাপুটে সিরিজ জয় বাংলাদেশের

খেলা | আরফিন জুয়েল, স্পোর্টস রিপোর্টার

(২ মাস আগে) ২০ জুলাই ২০২৫, রবিবার, ৩:৩৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:৩৮ অপরাহ্ন

banglahour

দক্ষিণ আফ্রিকার মাটিতে আরও একবার নিজেদের সামর্থ্যের প্রমাণ রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। বেনোনিতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকদের ১০৪ রানে উড়িয়ে দিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন টাইগার যুবারা।

শনিবার অনুষ্ঠিত এই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরুটা কিছুটা ধীরগতির হলেও মিডল অর্ডারের দৃঢ়তায় দাঁড়িয়ে যায় লড়াকু সংগ্রহ। অধিনায়ক আজিজুল হাকিম তামিম ৬৭ রানের এক দায়িত্বশীল ইনিংস খেলেন। জাওয়াদ আবরার ৫৭ ও রিজান হোসেন ৫২ রান করে দলের সংগ্রহকে নিয়ে যান চ্যালেঞ্জিং পর্যায়ে। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে সফরকারীরা সংগ্রহ করে ২৬৫ রান।

দক্ষিণ আফ্রিকার বিপর্যয়:

জবাবে ২৬৬ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশের বোলাররা আক্রমণাত্মক লাইন-লেংথে প্রোটিয়া ব্যাটারদের নিয়মিত বিরতিতে ফিরিয়ে দেন সাজঘরে। স্বাধীন ইসলাম, আল ফাহাদ ও অধিনায়ক তামিম প্রত্যেকে ২টি করে উইকেট নেন।

দক্ষিণ আফ্রিকার পক্ষে কেবল জেসন রোলস লড়াই করেন, তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৫১ রান। বাকি ব্যাটাররা ব্যর্থতার পরিচয় দেন। সব মিলিয়ে ৩৮.৪ ওভারে ১৬১ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। টাইগার যুবাদের চোখ এবার হোয়াইটওয়াশে:

দ্বিতীয় ম্যাচেই সিরিজ নিজেদের করে নেওয়ায় এখন তামিমদের চোখ হোয়াইটওয়াশের দিকে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে সেই লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম , +৮৮০১৭৭৮০০৪৭০০,contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com