
কুমিল্লার হোমনা উপজেলার দৌলতপুর আমেনা আলিম স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো দৌলতপুর এ.এফ.এম আব্দুল মোমেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলা। শনিবার (২৩ আগস্ট) বিকেলে আয়োজিত এ ম্যাচে ট্রাইবেকারে ৫–৩ গোলে বাঞ্ছারামপুর উপজেলার হায়দরনগর একাদশকে হারিয়ে গৌরীপুর (দাউদকান্দি) উপজেলা ফুটবল একাডেমী চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে বিজয়ী দলকে পুরস্কার হিসেবে একটি মোটরসাইকেল এবং রানার্সআপ দলকে একটি ফ্রিজ প্রদান করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। প্রধান অতিথি ছিলেন এ এফ এম আব্দুল মোমেন সাহেবের সহধর্মিণী সামসুন নাহার। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের ডেপুটি ডিরেক্টর মঈনুল মোমেন এবং হেরিটেজ ট্রাভেলস লিমিটেডের চেয়ারম্যান তারিকুল ইসলাম।
ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন সারজেক আলম সরকার। এ সময় উপস্থিত ছিলেন হোমনা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. জাকির হাসান জাকি, যুগ্ম আহবায়ক শাহ আলম হিমেল, কুমিল্লা (উত্তর) স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ভিপি অহিদ মোল্লাসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।