ঢাকা, ১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হিলিতে হঠাৎ বেড়েছে পেঁয়াজের দাম

অর্থনীতি | আনোয়ার হোসেন বুলু হিলি (দিনাজপুর) প্রতিনিধি

(৩ সপ্তাহ আগে) ২৫ আগস্ট ২০২৫, সোমবার, ১১:৫৫ পূর্বাহ্ন

banglahour

দেশের বাজারে দাম স্বাভাবিক রাখতে সরকারের অনুমতি পাওয়ার পর গত ১৭ আগস্ট থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয় পেঁয়াজ আমদানি। আমদানি শুরু হলে নিম্নমুখী হয় দাম। তবে হঠাৎ করে ১৯ আগস্ট থেকে কোনো ঘোষণা ছাড়াই নতুন আমদানির অনুমতিপত্র (আইপি) দেওয়া বন্ধ করে দেয় সরকার। এতে বিপাকে পড়ে বন্দর এলাকার ব্যবসায়ীরা। একই সঙ্গে পাইকারি ও খুচরা বাজারে বেড়েছে পেঁয়াজের দাম। কয়েক দিনের ব্যবধানে কেজিপ্রতি বেড়েছে ৮ থেকে ১০ টাকা।

সোমবার (২৫ আগস্ট) হিলি স্থলবন্দর ও স্থানীয় বাজার ঘুরে দেখা গেছে, বন্দরে ভারতীয় পেঁয়াজ বোঝাই কয়েকটি ট্রাক রয়েছে। খুচরা বাজারেও দেশি ও আমদানিকৃত পেঁয়াজ সরবরাহ আছে। তবে ৪-৫ দিনের ব্যবধানে দাম বেড়েছে সব ধরনের পেঁয়াজের।

আমদানিকৃত ইন্দোর জাতের পেঁয়াজ ৪৫-৫০ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৫৫ টাকায়।

নাসিক জাতের পেঁয়াজ ৫৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৬৫ টাকা।

দেশি পেঁয়াজ ৬৫ টাকা থেকে বেড়ে মানভেদে বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকা কেজিতে।

হিলি স্থলবন্দরের আমদানিকারক নুর ইসলাম বলেন, “সরকার হঠাৎ করে নতুন আইপি দেওয়া বন্ধ করায় আমরা বিপাকে পড়েছি। আগে অনুমতি পাওয়া অল্প কিছু ট্রাক আসছে, কিন্তু তা দিয়ে বাজারের চাহিদা মিটছে না। ফলে দাম বাড়ছে।” তিনি সরকারের কাছে দ্রুত নতুন আইপি দেওয়ার দাবি জানান।

বন্দরের পেঁয়াজ ব্যবসায়ী শাকিল জানান, আমদানি শুরু হওয়ার পর দাম কমতে শুরু করেছিল। কিন্তু আমদানি বন্ধের কারণে ফের দাম বেড়ে গেছে।

হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কার্যালয়ের উপসহকারী কর্মকর্তা ইউসুফ আলী জানান, ১৯ আগস্টের পর থেকে নতুন করে কোনো আইপি ইস্যু হয়নি। তবে আগে অনুমতি পাওয়া আমদানি এখনো চলছে।

হিলি কাস্টমস সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ভারত থেকে ৭০ ট্রাকে ২ হাজার ৮৭ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

অর্থনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম , +৮৮০১৭৭৮০০৪৭০০,contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com