ঢাকা, ৩০ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনায় ঘুষ-দুর্নীতির অভিযোগে খাদ্য কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত, অভিযোগকারীর অনুপস্থিতিতে প্রশ্ন উঠেছে নিরপেক্ষতা নিয়ে

সারাদেশ | ব্যুরো প্রধান খুলনা

(৪ ঘন্টা আগে) ৩০ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ১০:১৩ পূর্বাহ্ন

banglahour

অভিযোগকারী রেদওয়ান শেখ তামিম কে তদন্তের ধার্যদিনে না ডেকে প্রাক্তন আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক খুলনা ইকবাল বাহার চৌধুরী এবং প্রাক্তন   জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দীনের   বিরুদ্ধে ঘুষ ও কমিশনের দুর্নীতির অভিযোগ তদন্ত হয়েছে আজ।
আজ সকাল ১১ টায় খুলনা আঞ্চলিক খাদ্য ভবনের এ তদন্তকরেন পরিচালক, হিসাব ও অর্থ বিভাগ রেজা মোহাম্মদ মহসিন। 
পূর্ব নির্ধারিত এ  তদন্তে অভিযুক্ত কর্মকর্তাপ্রাক্তন আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক খুলনা ইকবাল বাহার চৌধুরী এবং প্রাক্তন   জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দীন,  অভিযুক্তদের বিষয়ে তথ্য সংগ্রহের জন্য খুলনা খাদ্য বিভাগের মহেশ্বরপাশা সিএসডির ব্যবস্থাপক মোঃ মোশাররেফ হোসেন সহ খাদ্য বিভাগের  ১০ জন এবংও অভিযোগকারী  একজন ওএমএস ডিলার, একজন ছাত্র প্রতিনিধি। তবে ছাত্র প্রতিনিধি ও ওয়েমেস ডিলারকে তদন্ত কর্মকর্তার সাথে সাক্ষাতের জন্য কোন পত্র বা এসএমএস দেয়া হয়নি বলে অভিযোগ করেন শেখ তামিম। তিনি জানান,
অভিযোগকারীকে না ডেকে এ কেমন প্রহসনের তদন্ত হচ্ছে এখানে। তিনি  ইকবাল বাহারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেছেন। 
অভিযুক্তের বিরুদ্ধে তার কাছে থাকা যাবতীয় প্রমানাদি তদন্ত কর্মকার তার কাছে হস্তান্তর করেছেন।যেহেতু তাকে তদন্ত কর্মকর্তার সাথে সাক্ষাতের জন্য  কোন পত্র বা খবর দেয়া হয়নি। সে কারণে তদন্ত কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ বিতর্কিত মনেকরেন । সঠিক তদন্ত হবে কিনা এ   বিষয়ে তিনি হতাশা ব্যক্ত করেছেন। 
এদিকে তদন্ত কার্যক্রম কে অভিযুক্তদের পক্ষে নিতে আঞ্চলিক খাদ্য বিভাগের  হিসাব রক্ষক ও প্রধান  সহকারীর দায়িত্ব পালনকারী মোঃ মিলন আলী তৎপর ছিলেন বলে অভিযোগ উঠেছে। নানা দেন দরবারের মাধ্যমে প্রভাবিত করারও অভিযোগ   উঠেছে তার বিরুদ্ধে। 
যত অভিযোগ দুই কর্মকর্তার বিরুদ্ধে  ঃ খুলনা খাদ্য বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আরসিফুড ইকবাল বাহার চোধুরী বিরুদ্ধে ৩ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ। দুদক ৩ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ তুলেছেন  খালিশপুরের এক ওএমএস (ওপেন মার্কেট সেল) ডিলার। এ বিষয়ে ১১ আগস্ট  দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন ভুক্তভোগী ডিলার ইমন শেখ।বিগত জুন মাসে খাদ্য উপদেষ্টার কাছে লিখিত অভিযোগ করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খুলনা জেলার সদস্য মোঃ রিদোয়ান শেখ তামিমি।
খুলনা আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ইকবাল বাহার চৌধুরী । তিনি ২০২৪ সালের মার্চ মাসে আরসিফুড হিসাবে খুলনাতে যোগদান করেন।  সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের ছত্রছায়ায় এবং মন্ত্রীর জামাতা নাসের বেগের সহায়তায় দূর্নীতি আর স্বেচ্ছাচারিতায় অপ্রতিরোধ্য ইকবাল বাহার চৌধুরী নিশ্চিন্তে গড়ে তুলেছেন দুর্নীতির বিশাল সম্রাজ্য।
খুলনার জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিনের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ছিল । চলমান বোরো সংগ্রহে সীমাহীন অনৈতিকতার আশ্রয় নিয়ে লাখ লাখ টাকা উপার্জন  করেছে এ অসাধু কর্মকর্তা। অগ্রিম রেট বেঁধে আদায় করছেন ঘুষের টাকা।ফলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট অধিদপ্তরের উদ্ধতন কর্মকর্তা এবং দুর্নীতি দমন কমিশনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
খুলনা জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিনের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় । ছাত্র জীবনে তিনি ঢাকা ইউনিভার্সিটি ছাত্রলীগের হল শাখার সাধারণ সম্পাদক ছিলেন ।   সেই সুবাদে অতি সহজেই বিগত সরকারের নেতাকর্মীদের আস্থাভাজন হয়ে ওঠেন। রাজনীতিক তদবীরে ৩১তম বিসিএস ক্যাডার নির্বাচিত হয়ে খাদ্য কর্মকর্তা হিসেবে যোগ দেন। সংশ্লিষ্ট বিভাগে যোগদানের সাথে সাথেই নানা অনিয়ম করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন । তিনি রাজনৈতিক ক্ষমতার দাপটে জুনিয়র হলেও সিনিয়রদের টপিকিয়ে সুবিধাজনক জায়গায় পোস্টিং নিয়েছেন তিনি।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম , +৮৮০১৭৭৮০০৪৭০০,contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com