মানহানিকর মিথ্যা তথ্যে বক্তব্য উপস্থাপন ও মানব বন্ধন করে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে ভূমিদস্যু, প্রতারকচক্র, সন্ত্রাসী ও জাল-জালিয়াতিদের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট ফরিদ উদ্দিন আহমদ।
২৯ অক্টোবর বুধবার দুপুরে কিশোরগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখত বক্তব্য পাঠ করেন জেলা আইনজীবী সমিতির সদস্য ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের প্রজারকান্দা গ্রামের এডভোকেট ফরিদ উদ্দিন আহমদ।
তিনি তার লিখত বক্তব্যে বলেন - গত ২৫ অক্টোবর শনিবার দুপুরের সময় ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের আমীরগঞ্জ বাজারে হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামের মৃত শাহাব উদ্দিনের ছেলে জালিয়াত মোঃ লেলিন উদ্দিন ও মোঃ জেরিন উদ্দিন এবং ইটনা কালিপুর গ্রামের নায়েম উদ্দিনের ছেলে মোঃ জাহাঙ্গীর, আমার বিরুদ্ধে মিথ্যা, ভূয়া ও সম্মানহানী কর উক্তি লিখা ব্যানার ব্যবহার করে মানব বন্ধন ও মিথ্যা তথ্য দিয়া আমার মানহানী কর বক্তব্য বিভিন্ন ইলেকট্রনিক্স ও সোস্যাল মিডিয়ায় প্রচার করে।
আমি কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্য হিসাবে ২৪ বছর যাবৎ অত্যন্ত সুনামের সাথে আইন পেশায় নিয়োজিত আছি। পেশাগত কারণে আমি পরিবার সহ কিশোরগঞ্জ শহরের হারুয়ায় পৈত্রিক বাড়ীতে বসবাস করে আসছি। আমার স্থায়ী নিবাস পৈত্রিক বাড়ী ইটনা মৃগা ইউনিয়নের প্রজারকান্দা গ্রামে। আমার গ্রামের এলাকার লাইমপাশা মৌজাসহ বিভিন্ন মৌজায় আমার পিতার ত্যাজ্য যে সকল ভূমি আছে তাহাতে আমি বা আমার ভাইয়েরা কোন কৃষি কাজ করি না বিধায় পৈত্রিকভাবে প্রাপ্ত ভূমি স্থানীয় বিভিন্ন লোকের নিকট পত্তন দিয়া আসছি। এই সুযোগে জালিয়াত লেলিন ও জেরিন দুই ভাই জাল-জালিয়াতির মাধ্যমে আমার পিতার নামে লাইমপাশা মৌজার বি.আর.এস ৮৪২ খতিয়ানের বি.আর.এস ১৫০৩ দাগের ৪.০০ একর ভূমি সহকারী কমিশনার (ভূমি) ইটনা অফিসে ৩৫৫ (৯-১)২০১৬-১৭ নং নামজারি ও জমাখারিজ হাসিল করে। উক্ত নামজারির বিষয়টি অবগত হয়ে আমি তা বাতিলের দাবীতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), কিশোরগঞ্জ আদালতে ৮৮ (১৩)২০১৮ নং মিস আপিল মোকদ্দমা দায়ের করি। উক্ত মোকদ্দমায় লেলিন ও জেরিন জবাব দাখিল করিয়া প্রতিযোগিতা করে। অত্র আপীল মোকদ্দমাটি প্রায় ৫ (পাঁচ) বছর চলাবস্থায় উভয়পক্ষের শুনানী ও কাগজ-পত্র যাচাই-বাছাই করে বিগত ২২ সনের ২৬ অক্টোবর তারিখের রায় ও আদেশ মূলে মাননীয় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আদালত জালিয়াত লেলিন ও জেরিন দুই ভাইয়ের জাল-জালিয়াতির মাধ্যমে হাসিল করা ৩৫৫ (৯-১)২০১৬-১৭ নং জমা খারিজ বাতিল করে উক্ত আদেশের কপি উভয়পক্ষকে অবগত করেন।
জাল-জালিয়াতকারী মোঃ লেলিন উদ্দিন ও মোঃ জেরিন উদ্দিন উক্ত বাতিল খারিজ ব্যবহার করে জাল-জালিয়াতের মাধ্যমে প্রায় আড়াই বছর পরে অত্যন্ত সংগোপনে দূর্নীতিবাজ সাব-রেজিষ্ট্রারের সহায়তায় চলতি বছরের ১৮ ফেব্রুয়ারী ইটনা নয়াহাটী গ্রামের মৃত নায়েন মিয়ার ছেলে ভূমি দস্যু সন্ত্রাসী মোঃ জাহাঙ্গীর ও মৃত রমজান আলীর মেয়ে মোছাঃ আছমা আক্তার লিপির নিকট সম্পূর্ণ অবৈধভাবে বিক্রয় মূলে হস্তান্তর করে।
জাহাঙ্গীর গং আমার পৈত্রিক ভূমি ক্রয় করিয়া লোকমুখে প্রচার করিলে আমি জাল-জালিয়াতির মাধ্যমে সৃষ্ট দলিলের নকল উঠাইয়া গত ২০/৩/২০২৫ইং তারিখ আসামী ১। মোঃ লেলিন উদ্দিন ২। মোঃ জেরিন উদ্দিন গংদের নামে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলগ্রহণকারী আদালত নং- ৪, কিশোরগঞ্জ আদালতে দঃ বিঃ ৪২০/৪৬৭/৪৬৮/৩৪ ধারায় সি. আর ২১২(১)২০২৫ মামলা দায়ের করিলে বিজ্ঞ আদালতে আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় সমন ইস্যু এবং পরবর্তীতে ওয়ারেন্ট ইস্যু করেন।
পরবর্তীতে আসামী লেলিন উদ্দিন জেরিন উদ্দিন ও জাহাঙ্গীর মহামান্য হাইকোর্ট থেকে গত ১৮/৮/২০২৫ইং তারিখ ৪ (চার) সপ্তাহের অন্তবর্তী জামিনে থাকিয়া গত ১৫/০৯/২০২৫ইং তারিখ বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে স্থায়ী জামিনের আবেদন করিলে উভয়পক্ষের শুনানী শেষে আদালত আসামীদের জামিনের আবেদন না-মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।
আসামীগণ জেল হাজতে থাকাকালীন মহামান্য হাইকোর্ট থেকে জামিন প্রাপ্ত হইয়া গত ২৫ অক্টোবর কতিপয় কিছু দুষ্কৃতিকারী সন্ত্রাসী লোকজন জড়ো করে আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভূয়া উক্তি সংবলিত ব্যানার ব্যবহার করে আমীরগঞ্জ বাজারে একটি মানব বন্ধন করে লেলিন উদ্দিন, জাহাঙ্গীর সহ কতিপয় ব্যক্তি আমার বিরুদ্ধে মানহানিকর বিভিন্ন মিথ্যা উস্কানিমূলক বক্তব্য প্রদান করে। এতে আমার ও আমার পরিবারের সম্মান নষ্ট হয়, যা কোন সময় এলাকায় কাম্য নয়। আমার পৈত্রিক বাড়ি ইটনায় ও বসবাসরত শহরের হারুয়া এবং কর্মস্থল জজ কোর্টে অত্যন্ত সুনাম ও সম্মানের সহিত চলাফেরা/অতিবাহিত করছি।
আমার এই মানহানিকর ঘটনার জন্য আমি আপনাদের (সাংবাদিক বৃন্দ) মাধ্যমে এর বিচার ও সম্মান ফিরে পেতে চাই।
সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন এপিপি এডভোকেট মাসুদ ইকবাল, এডভোকেট আ: ছাত্তার,
এডভোকেট জাহাঙ্গীর আলম শওগত, এডভোকেট শওকত কবীর খোকন, এডভোকেট মোখলেছুর রহমান, এডভোকেট সিরাজুল ইসলাম ও ইটনা উপজেলার মীর মিছির আলী সহ এলাকার অসংখ্য লোকজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
