দিনাজপুরের হাকিমপুরে কৃষি প্রনোদনা কর্মসুচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ে ১হাজার ৪শ জন কৃষকের মাঝে বিনামুল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে।
সোমবার ( ১০ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষিসম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে অফিস চত্বরে কৃষকদের মাঝে এসব সার ও বীজ বিতরন করা হয়। ১হাজার ৪শ জন কৃষককে ১ কেজি করে সরিষা বীজ,১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার, ১০জন কৃষককে ১ কেজি করে পেঁয়াজ বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার, ২০জন কৃষককে ১ কেজি করে সুর্যমুখী বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরন করা হয়। ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম, কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মেজবাহুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.শফিউল ইসলাম সহ অনেকে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
