কাতারে ব্যাডমিন্ট প্রতিযোগীতায় দুইটি ইভেন্টই চ্যাম্পয়িন হয়েছে বিমান বাংলাদশে এয়ারলাইন্স এর ব্যাডমিন্ট দল। প্রতি বছরের মত এবারও ক্যামব্রজি বয়জে স্কুলের ইনডোরে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আর্ন্তজাতকি মাতৃভাষা দবিস ও কাতাররে জাতীয় ক্রীড়া দবিস উপলক্ষে ২৩ ও ২৪ ফেব্রূয়ারি কাতাররে আল-মামুরায় ”ব্যাডমিন্টর প্রতিযোগীতা ২০২৩” এর ব্যানারে ইভেন্টগুলি অনুষ্ঠিত হয় । বাংলাদশে ব্যাডমন্টিন সোসাইট, কাতার, উক্ত প্রতযিোগতিাটির আয়োজন কর।
ব্যাডমিন্টন প্রতিযোগীতায় পুরুষ দ্বৈত এ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে বিমান বাংলাদশে এয়ারলাইন্স এর জুটি শামিম ও কৌশিক এবং ৪০-র্ঊধ্ব ক্যাটাগরিতে চ্যাম্পয়িন হয় বিমান বাংলাদেশের আরেক জুটি আপন কুমার সিনহা ও রফোজ উদ্দিন।
প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত জনাব নজরুল ইসলাম। এছাড়াও কাতারের বিভিন্ন এলাকায় কর্মরত বাংলাদেশি প্রবাসী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। এমন আয়োজনে তিনি অত্যন্ত আনন্দিত হন ও উচ্ছাস প্রকাশ করেন।
আমন্ত্রিত অতিথিরা বলেন, বিদেশের মাটিতে এমন আয়োজন অত্যন্ত গুরুত্ব বহন করে। মাঝে মাঝে এ ধরনের খেলাদুলা হলে প্রতিযোগী ও অন্যান্য সকলের মাঝে চাঙ্গা ভাব সৃষ্টি করে। এটি বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করে। আমি এমন আয়োজনকে স্বাগত জানাই।