ঢাকা, ১ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

শাকসু নির্বাচনের দাবিতে ভিসি–প্রোভিসি অবরুদ্ধ

সারাদেশ | বিলকিস আক্তার সুমি। ব্যুরো প্রধান । সিলেট ।

(১ সপ্তাহ আগে) ১৯ জানুয়ারি ২০২৬, সোমবার, ১০:৩৩ অপরাহ্ন

banglahour

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের দাবিতে উপাচার্য (ভিসি), উপ-উপাচার্য (প্রোভিসি) ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদের অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার শাকসু নির্বাচন আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সময় নির্ধারণ করেছিল, সে সময়ের মধ্যে নির্বাচনী তফসিল ও প্রক্রিয়া বাস্তবায়নে ব্যর্থ হলে প্রশাসনের বিরুদ্ধে আরও কঠোর আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে শাকসু নির্বাচন না হওয়ায় শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হচ্ছে। বারবার আশ্বাস দিলেও প্রশাসন নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন তারা।

রাতভর বৈঠক, সমাধান আসেনি

এদিকে পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা রাতেও আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দু’দফা বৈঠক করেন। বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে উচ্চ আদালতের দেওয়া নির্দেশনা ও আইনি জটিলতার বিষয়টি শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করা হয়।

তবে শিক্ষার্থীরা এসব ব্যাখ্যায় সন্তুষ্ট নন বলে জানিয়েছেন। তাদের বক্তব্য, আদালতের নির্দেশনার কথা বলে বছরের পর বছর নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে, যা আর গ্রহণযোগ্য নয়।

আন্দোলনকারীদের বক্তব্য

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন,
নির্বাচনের জন্য প্রশাসন নিজেই সময় নির্ধারণ করেছিল। এখন যদি তারা সে সময়ে নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হয়, তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।

তারা আরও বলেন, শাকসু নির্বাচন কেবল একটি দাবি নয়, এটি শিক্ষার্থীদের অধিকার ও প্রতিনিধিত্বের প্রশ্ন।

উত্তেজনা বিরাজ করছে ক্যাম্পাসে

এ ঘটনার জেরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

শাকসু নির্বাচন নিয়ে চলমান এই অচলাবস্থার দ্রুত সমাধান না হলে আন্দোলন আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯