ঢাকা, ১ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জীবননগরে নির্বাচনী সচেতনতায় বিজিবির সভা

সারাদেশ | রিফাত রহমান |জেলা প্রতিনিধি| চুয়াডাঙ্গা

(৩ ঘন্টা আগে) ৩১ জানুয়ারি ২০২৬, শনিবার, ৯:০২ অপরাহ্ন

banglahour

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে চুয়াডাঙ্গার জীবননগরে বিজিবির উদ্যোগে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৫টায় জীবননগর পাইলট হাই স্কুল মাঠে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল ইফতেখার হোসেন। তিনি বলেন, ভোটাররা যেন কোনো ভয়ভীতি ছাড়াই উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটি নিশ্চিত করাই বিজিবির প্রধান লক্ষ্য। সীমান্ত সুরক্ষার পাশাপাশি নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন। ভোটকেন্দ্রে কোনো ধরনের হুমকি বা বিশৃঙ্খলা সৃষ্টি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মাসুদ হায়দার, কুষ্টিয়া সেক্টরের অধীন জীবননগর বেজ ক্যাম্প কমান্ডার মেজর মোহাম্মদ শামীম পারভেজ, বিজিবির অন্যান্য কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯