ঢাকা, ১ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বিদ্যুৎ–জ্বালানি মহাপরিকল্পনা বাতিলের দাবিতে মোংলায় প্রতিবাদ

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু| জেলা প্রতিনিধি |বাগেরহাট

(১ সপ্তাহ আগে) ২২ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৩:০৭ অপরাহ্ন

banglahour

২৫ বছর মেয়াদি বিদ্যুৎ ও জ্বালানি মহাপরিকল্পনা (ইপিএসএমপি–২০২৫) অনুমোদনের উদ্যোগ বাতিলের দাবিতে বাগেরহাটের মোংলায় প্রতিবাদ সমাবেশ, র‍্যালি ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মোংলার কানাইনগর পশুর নদীর তীরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের প্রতিবেশ ও উন্নয়ন কর্মজোট (বিডব্লিউজিইডি), মোংলা নাগরিক সমাজ, প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম–মোংলা এবং উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন)-এর যৌথ আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন মোংলা নাগরিক সমাজের সভাপতি মো. নূর আলম শেখ। এ সময় বক্তব্য রাখেন পরিবেশকর্মী আব্দুর রশিদ হাওলাদার, হাছিব সরদার, মোংলা নাগরিক সমাজের কমলা সরকার, জেলে সমিতির নেতা শাহাদাত ব্যাপারী, জাহিদ হোসেন, প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম–মোংলার মেহেদী হাসানসহ আরও অনেকে।

সভাপতির বক্তব্যে মো. নূর আলম শেখ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রণীত ২০২৬–২০৫০ মেয়াদি বিদ্যুৎ ও জ্বালানি মহাপরিকল্পনার খসড়া তৈরিতে সাধারণ জনগণ, নাগরিক সমাজ ও স্বাধীন বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করা হয়েছে। কোনো জনশুনানি বা উন্মুক্ত পরামর্শ ছাড়াই জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ এই পরিকল্পনা চূড়ান্ত করার চেষ্টা করা হচ্ছে, যা স্বচ্ছতা ও জবাবদিহিতার পরিপন্থী। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছিল নিয়মিত রাষ্ট্র পরিচালনা নিশ্চিত করা, দীর্ঘমেয়াদি ও উচ্চঝুঁকিপূর্ণ পরিকল্পনা চাপিয়ে দেওয়া নয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পরিকল্পনায় ‘এনার্জি ট্রানজিশন’ শব্দটি জোরালোভাবে তুলে ধরা হলেও বাস্তবে নবায়নযোগ্য জ্বালানির অংশ মাত্র ১৭ শতাংশ। অপরদিকে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে এবং ভবিষ্যতেও এলএনজি, কয়লা ও তেলের ওপর নির্ভরতা ৫০ শতাংশের বেশি থাকবে, যা দেশের অর্থনীতি, পরিবেশ ও জ্বালানি নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।

প্রতিবাদ কর্মসূচি থেকে চার দফা দাবি জানানো হয়—অবিলম্বে ইপিএসএমপি–২০২৫ স্থগিত ও বাতিল করা, নাগরিক সমাজ ও বিশেষজ্ঞদের অংশগ্রহণে স্বচ্ছ জাতীয় পরামর্শ প্রক্রিয়া শুরু করা, জীবাশ্ম জ্বালানিনির্ভরতা কমিয়ে ১০০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানির বাস্তবসম্মত রোডম্যাপ প্রণয়ন করা এবং সামাজিক ও পরিবেশবান্ধব জ্বালানি রূপান্তরের ভিত্তিতে নতুন পরিকল্পনা গ্রহণ করা।

কর্মসূচিতে জীবাশ্ম জ্বালানিবিরোধী নানা পোস্টার ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। শেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯